বেতন বকেয়া

গাজীপুর ও নারায়ণগঞ্জে ৮ কারখানায় শ্রমিক বিক্ষোভ

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর ও নারায়ণগঞ্জ

গাজীপুরের চন্দ্রায় গতকাল মাহমুদ জিন্স লিমিটেড কারখানার সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা ছবি: নিজস্ব আলোকচিত্রী

বকেয়া বেতন নিয়ে গাজীপুর নারায়ণগঞ্জে আটটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। গতকাল বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন এসব কারখানার শ্রমিকরা। সড়ক অবরোধ করে রাখায় ঢাকা-ময়মনসিংহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, টঙ্গীর চেরাগআলীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহস্রাধিক শ্রমিক বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গতকাল সকাল ৮টায় কাঁঠালদিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক (জিএম) ব্রিগেডিয়ার (অব.) মেহবুব হক সাংবাদিকদের জানান, সকাল ৮টা থেকে কিছু ঝামেলা ছিল। দুপুরে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

একই সময় টঙ্গীর সাতাইশ এলাকায় প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকরা জুলাইয়ের বেতনের দাবিতে কর্মবিরতি পালন করেন। ১৫ আগস্ট কারখানা কর্তৃপক্ষ শুধু জ্যাকার্ড সেকশনের ৯০ জন শ্রমিকের বেতন পরিশোধ করেছে। বাকিদের বেতন দিচ্ছে না বলে জানান শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ এর আগেও কয়েকবার বেতন পরিশোধের দিন ধার্য করেছিল। কিন্তু দেয়নি।

প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেডের মালিক হাজী সাইফ উদ্দিন জানান, কিছু শ্রমিকের বেতন দেয়া হয়েছে। ব্যাংক থেকে টাকা তুলতে সমস্যা হওয়ায় বাকিদের পাওনা পরিশোধ করা সম্ভব হয়নি। পরে তাদের বিষয়টি বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এদিকে টঙ্গীর বড় দেওড়া এলাকায় মাইশা মীম অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সকাল ৮টা থেকে জুলাইয়ের বেতনের দাবিতে কাজ বন্ধ করে অবস্থান ধর্মঘট শুরু করেন। দুপুর পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলে।

এছাড়া বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল সাড়ে ৮টা থেকে কয়েক কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী ময়মনসিংহগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

শ্রমিকরা জানান, টিএনজেড গ্রুপে হাজার ৩০০ শ্রমিক কাজ করেন। জুলাইয়ের বেতন মঙ্গলবার পরিশোধের কথা থাকলেও মালিক পক্ষ দেয়নি। এজন্য তারা আন্দোলন করছেন।

এদিকে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আরো দুটি পোশাক কারখানার শ্রমিক। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল বেলা ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিক কর্মচারীরা কারখানা ত্যাগ করে সড়ক অবরোধ করেন। শ্রমিকরা জানান, কারখানার কর্মচারীদের পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়া শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। শ্রমিকরা একাধিকবার মালিক পক্ষের কাছে বকেয়া বেতন আবেদন করলেও বিষয়টি তারা সমাধান করেনি। গতকাল সকালে শ্রমিক কর্মচারীরা কারখানায় গিয়ে বেতন দাবি করেন। একপর্যায়ে তারা কারখানা ত্যাগ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন।

নাওজোড় হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন জানান, বেতনের দাবিতে চন্দ্রায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। বিষয়টি সমাধানের পর বিকালে যান চলাচল স্বাভাবিক হয়।

অন্যদিকে গাজীপুর মহানগরের নাওজোড় এলাকায় মাস্টার চ্যান ইন্ডাস্ট্রিজের লিংকিং সেকশনের ১৩০-১৪০ জন শ্রমিক পিস রেট, বাৎসরিক ছুটির টাকা অন্যান্য দাবিতে কর্মবিরতি পালন করেন। এছাড়া বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন। গতকাল দুপুরে প্যারাডাই গার্মেন্টস কারখানার শ্রমিকরা কর্মসূচি পালন করেন।

তারা জানান, তাদের ২০ মাসের বেতন বকেয়া। কিন্তু মালিক পক্ষ বিভিন্ন অজুহাতে বেতন দিচ্ছে না। এর আগেও একাধিকবার বিক্ষোভ করলেও বকেয়া পরিশোধে কেউ এগিয়ে আসছে না। তাই বাধ্য হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন