বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপে এআইভিত্তিক অ্যাডটেক প্রযুক্তি

ছবি : বিজ্ঞপ্তি থেকে

ডিজিটাল অপারেটর বাংলালিংক, ভিওন অ্যাডটেকের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় দেশের প্রথম টেলকো সুপার অ্যাপ মাইবিএলে উন্নত অ্যাডটেক প্রযুক্তি যুক্ত করা হলো। সম্প্রতি বাংলালিংক করপোরেট অফিসে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত ও ভিওন অ্যাডটেকের সিইও জর্জ হেল্ড এ ঘোষণা দেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলালিংকের ডিজিটাল বিজনেস ডিরেক্টর ফয়সাল আহমেদ, ডিজিটাল প্লাটফর্ম ডিপার্টমেন্ট হেড কাজী শারেকুজ জামানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন