তুলা চাষবিষয়ক কর্মশালা

তিন পার্বত্য জেলায় তুলা চাষ ও উৎপাদন বেড়েছে

বণিক বার্তা প্রতিনিধি, বান্দরবান

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে আঁশ তুলার উৎপাদন বেড়েছে, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ২০ শতাংশের বেশি। এছাড়া ২০২০-২১ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে তিন পার্বত্য জেলায় আপল্যান্ড (উঁচু ভূমি) তুলার আবাদসহ উৎপাদন বেড়েছে ২০০ শতাংশের বেশি। গতকাল সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটায় পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়।

‘পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তুলা চাষ সম্প্রসারণ’ শীর্ষক এ কর্মশালায় তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও তুলা উন্নয়ন বোর্ড বান্দরবান অংশের আহ্বায়ক সি অং খুমী।

কর্মশালায় জানানো হয়, ২০২০-২১ অর্থবছরে তিন পার্বত্য জেলায় আঁশ তুলার উৎপাদন ছিল ১৩ হাজার ২০১ বেল। চলতি অর্থবছর তা উন্নীত হয় ১৬ হাজার ৮৭৪ বেল-এ, যা গত চার বছরে ২০ শতাংশের বেশি। ২০২০-২১ অর্থবছরে তিন জেলার ৫৭১ হেক্টর জমিতে আপল্যান্ড (উঁচু ভূমি) তুলার আবাদ হতো। চলতি অর্থবছরে তা বেড়ে ১ হাজার ১৪৮ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ২০২০-২১ অর্থবছরে তুলার মোট উৎপাদন ছিল ১ হাজার ৫৮৯ টন। চলতি অর্থবছরে তা বেড়ে ৩ হাজার ২৭১ দশমিক ৪ টন উৎপাদন হয়।

এ হিসাব অনুযায়ী, গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে তিন পার্বত্য জেলায় আপল্যান্ড তুলার চাষাবাদ ও উৎপাদন বেড়েছে ২০০ শতাংশের বেশি৷। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে নয়টি, রাঙ্গামাটিতে নয়টি ও খাগড়াছড়িতে ছয়টি ইউনিটে তুলার চাষ হয়।

সিনিয়র সায়েন্টিফিক অফিসার (বোটানি) মংসানু মার্মার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবানের উপপরিচালক এমএস শাহ নেয়াজ, উপপরিচালক (ঢাকা) জাফর আলী, উপপরিচালক (চট্টগ্রাম) মো. নাছির উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেহাইনু মারমা, সাংবাদিক বুদ্ধজ্যোতি প্রমুখ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন