বিবিটিএতে সহকারী পরিচালকদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

ছবি : বিজ্ঞপ্তি থেকে

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) ‘৪৯তম ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স: সহকারী পরিচালক (জেনারেল)’-এর উদ্বোধন করা হয়েছে। ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং বিবিটিএর পরিচালক কাকলী জাহান আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমির নির্বাহী পরিচালক মো. জুলকার নায়েন এবং একাডেমির রিসোর্স পারসন ও নির্বাহী পরিচালক (আইসিটি) মোহাম্মদ জাকির হাসান। বিশেষ অতিথি ছিলেন বিবিটিএর পরিচালক দীপংকর ভট্টাচার্য্য ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর এবং বিবিটিএর পরিচালক দিপ্তী রানী হাজরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৯তম ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের চিফ কোর্স কো-অর্ডিনেটর এবং একাডেমির অতিরিক্ত পরিচালক হাসান তারেক খান ও তাহমিদা জামান। বিবিটিএর বিভিন্ন উইংয়ের পরিচালক, অনুষদ সদস্য ও কর্মকর্তাসহ ৪৯তম ও ৫০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন