মানিকগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি চালক ও যাত্রী নিহত

বণিক বার্তা প্রতিনিধি, মানিকগঞ্জ

ফাইল ছবি

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

নিহতরা হলেন সিএনজি চালক মানিকগঞ্জের শিবালয়ের আমিনুর ইসলাম ও যাত্রী একই উপজেলার ছোট আনুলিয়া গ্রামের রুবেল মিয়া।

বরংগাইল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইব্রাহিম বলেন, আজ সোমবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়াগামী একটি কার্ভাডভ্যানের সঙ্গে বিপরীতগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। সিএনজি চালক ছিটকে রাস্তায় পড়ে যান। এতে চালক ও যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে বরংগাইল থানায় নিয়ে যায়। পরে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি ইব্রাহিম।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন