সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল আটজনের

বণিক বার্তা ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে গতকাল ট্রাকের পেছনে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ ছবি : নিজস্ব আলোকচিত্রী

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। গতকাল বিভিন্ন সময় ও আগের দিন রাতে গাজীপুর, রংপুর, চট্টগ্রাম, চাঁদপুর, গাইবান্ধা, বান্দরবান ও কুড়িগ্রামে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

গাজীপুর: শ্রীপুরে ট্রাকের পেছনে ধাক্কা লেগে পিকআপে থাকা দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। গতকাল ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপচালক সুনামগঞ্জের চঞ্চল রায় (৩০) ও রাজধানীর মোহাম্মদপুরের রিপন (৩৫)। মোহাম্মদপুরে মাছ সরবরাহ শেষে ময়মনসিংহের ভালুকায় ফিরছিলেন তারা।

মাওনা হাইওয়ে পুলিশের এসআই মো. ইসমাইল হোসেন জানান, দুজনের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে। তাদের স্বজনরা এসেছেন। দুর্ঘটনাকবলিত পিকআপটি পুলিশ হেফাজতে রয়েছে।

রংপুর: ডাম্প ট্রাকের ধাক্কায় শেফা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে রংপুর নগরীর উত্তম হাজিরহাটে এ দুর্ঘটনা ঘটে। নিহত শেফা হাজিরহাট ডাক্তারপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। দুর্ঘটনায় আহত হয়েছেন শিশু শেফার নানি বিলকিস বেগম (৫০)। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজির হাট থানার ওসি রজব আলী।

চট্টগ্রাম: রাউজানে বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শেখ ইমন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরো এক যুবক। গতকাল দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কের নূরজাহান পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ ইমন উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। আহত সামির (১৬) একই এলাকার মোহাম্মদ মুছার ছেলে।

চাঁদপুর: মতলব উত্তর উপজেলায় যাত্রীবাহী ইজিবাইকের ধাক্কায় আনিকা আক্তার (৬) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল  সকালে উপজেলার উত্তর লুধুয়া গ্রামে মতলব-ছেংগারচর সড়কে এ দুর্ঘটনা ঘটে। আনিকা আক্তার উপজেলার উত্তর লুধুয়া গ্রামের মোহাম্মদ আলী বেপারির মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আনিকা বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল সোয়া ১০টার দিকে মতলব-ছেংগারচর সড়ক পার হচ্ছিল সে। এ সময় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে আনিকা আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাইবান্ধা: ডাম্প ট্রাকচাপায় গোলাম মাওলা (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। গতকাল দুপুরে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। গোলাম মাওলা বেপারি সাদুল্যাপুর উপজেলার জামুডাঙ্গা গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) সেরাজুল হক জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।

বান্দরবান: জেলার আলীকদমে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় ইমাম হোসেন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়ার বাদশা মিয়ার ছেলে।

লামা থানার এসআই মো. ইমাম হোসেন জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। ঘটনাস্থল আলীকদম থানায় পড়েছে। পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মরদেহ আলীকদম থানায় হস্তান্তর করা হয়েছে।

কুড়িগ্রাম: বালিবাহী একটি ডাম্প ট্রাকচাপায় মো. ইসলাম ভুট্টু (৪৬) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে শহরের পৌর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন