বক্স অফিসে মলিন ‘বড়ে মিয়া ছোটে মিয়া’

ফিচার ডেস্ক

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

শুরুটা ভালো করলেও বক্স অফিসে মলিন হয়ে পড়ছে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। মুক্তির দ্বিতীয় দিন থেকেই প্রতাপ হারাতে থাকে অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সিনেমাটি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, অ্যাকশনধর্মী সিনেমাটি মুক্তির প্রথম দিন ১৫ কোটি ৬৫ লাখ রুপি ঝুলিতে তুলেছিল। চতুর্থ দিন অর্থাৎ রোববার আয় করেছে ৯ কোটি রুপি। চারদিনে সিনেমার মোট আয় দাঁড়িয়েছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি, যা প্রত্যাশার তুলনায় খুবই কম। সিনেমার বাজেট ছিল ৩৫০ কোটি রুপি। 

ঈদের আমেজ নিয়ে গত বৃহস্পতিবার প্রথম প্রেক্ষাগৃহে আসে সিনেমাটি। প্রথম দিনে ১৫ কোটি ৬৫ লাখ রুপি ঝুলিতে তুললেও ঠিক পরের দিন তুলেছে মাত্র ৭ কোটি ৬০ লাখ রুপি। অর্থাৎ দ্বিতীয় দিন গিয়ে ৫১ শতাংশ পতন ঘটেছে আয়ে। ছুটির দিন থাকার পরও স্পর্শ করতে পারেনি দুই অংকের ঘর। শনিবার সাড়ে ৮ কোটি ও রোববার ৯ কোটি রুপি ঝুলিতে তুলেছে সিনেমাটি। 

দুই-তিন বছর ধরেই বক্স অফিসে খরা দেখতে হচ্ছে অক্ষয় কুমারকে। ‘‌সম্রাট পৃথ্বীরাজ’, ‘‌বচ্চন পাণ্ডে’, ‘‌রাম সেতু’র মতো সিনেমাগুলো বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। সর্বশেষ ওএমজি টুতে কিছুটা সফলতা দেখেছিলেন অক্ষয়। মুক্তির প্রথম চারদিনে ওএমজি টুর আয় ছিল ৫৫ কোটি ১৭ লাখ রুপি। সেদিক থেকে বড়ে মিয়া ছোটে মিয়া তার রেকর্ডও ভাঙতে পারেনি। অক্ষয় কুমারের মতোই অবস্থা টাইগার শ্রফের। ‘‌হিরোপান্থি ২’ ও ‘‌গণপত’-এর মতো সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। গণপত ১৩০ কোটি রুপি বাজেটে নির্মিত হলেও আয় করেছিল মাত্র ১৫ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে হিরোপান্থিও মাত্র ৩৫ কোটি আয় করে ফ্লপ তালিকায় প্রবেশ করে। এবার দুজনে জুটি বেঁধে কিছুটা খরা কাটিয়েছেন বাড়ে মিয়া ছোটে মিয়ায়। তবে সেটাকে সামান্যই বলতে হবে। বড় মিয়া ছোটে মিয়া প্রতিযোগিতা করছে অজয় দেবগনের ‘‌ময়দান’-এর সঙ্গে। তবে আয়ের দিক থেকে ময়দানকে অতিক্রম করেছে সিনেমাটি। মুক্তির চতুর্থ দিনে এসে ময়দানের আয় ২১ কোটি ৮৫ লাখ রুপি।

আলী আব্বাস জাফর পরিচালিত সিনেমাটিতে ভারতীয় সেনা অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। 

সূত্র ও ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন