ক্যান্সারকে হারিয়ে পর্দায় ফিরেছেন সোনালি বেন্দ্রে

ফিচার ডেস্ক

ছবি: ইন্ডিয়া টাইমস

ভারতের দর্শকপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। মডেলিং, টেলিভিশন শো সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে মন জয় করেছেন লাখো ভক্তের। তিনি ৫০-এরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। শিগগিরই অভিনেত্রীকে দেখা যাবেদ্য ব্রোকেন নিউজ টু টিভি সিরিজে। খবরটি নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। এর আগে ৪৯ বছর বয়সী প্রাণবন্ত অভিনেত্রী ২০১৮ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি তিনি কীভাবে ক্যান্সার থেকে সুস্থতা লাভ করেছেন, সে বিষয় নিয়েই কথা বলেছেন ভারতীয় বিনোদনমাধ্যমহিউম্যানস অব বোম্বে সঙ্গে। সাক্ষাৎকারে অভিনেত্রী তার ক্যান্সারের প্রাথমিক অবস্থার বিষয়গুলো প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যখন আমার ক্যান্সার শনাক্ত হয়েছিল, তখন আমার প্রথম চিন্তা ছিল, আমিই কেন? আমি ঘুম থেকে জেগে উঠতাম একে আমার দুঃস্বপ্ন ভেবে। আমি বিশ্বাস করতে পারতাম না এমনটি আমার সঙ্গে হয়েছে। সেখান থেকেই আমার ভাবনা পরিবর্তন করতে শুরু করি। প্রথমে ভাবতাম আমিই কেন? এরপর ভাবা শুরু করি, আমি না কেন? আমি কৃতজ্ঞতাবোধ করতে শুরু করলাম। কারণ এটি আমার বোন বা আমার ছেলের সঙ্গে ঘটেনি। আমি বুঝতে পেরেছিলাম, আমার কাছে এটি মোকাবেলা করার শক্তি আছে। আমার কাছে সেরা হাসপাতালে যাওয়ার সুযোগ ছিল। ব্যবস্থা ছিল ভালো চিকিৎসার সাহায্য নেয়ার। তাই ‘‘আমি নই কেন’’ ভাবনা আমাকে ক্যান্সার নিরাময়ের পুরো প্রক্রিয়ায় সাহায্য করেছে। ২০১৮ সালে স্টেজ ফোর মেটাস্ট্যাসিস ক্যান্সার ধরা পড়েছিল সোনালির। তিনি দীর্ঘদিন নিউইয়র্ক সিটির একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। অবশেষে ২০২১ সালে ক্যান্সারের বিরুদ্ধে জয়লাভ করেছেন। এর পর থেকে সোনালি ক্যান্সার প্রতিরোধ, প্রতিকার সচেতনতা বাড়াতে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সচেতনতামূলক লেখা লিখেন। সোনালি বেন্দ্রে তারসরফরোশ, ‘হাম সাথ সাথ হ্যায় ডুপ্লিকেট-এর মতো চলচ্চিত্রে কাজের জন্য কুড়িয়েছেন দর্শক ভালোবাসা। আগামী মে সোনালি বেন্দ্রে অভিনীত টেলিভিশন সিরিজ দ্য ব্রোকেন নিউজ টু পর্দায় আসছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন