সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল ও ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ক্যাসিনোকাণ্ডে আলোচিত সাজাপ্রাপ্ত সেলিম প্রধানের প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আদালতের সময় নষ্ট করায় ১০ হাজার টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সেলিম প্রধানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম নুরুল আলম। নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ, ব্যারিস্টার আশফাকুর রহমান। এছাড়া অপর প্রার্থী হাবিবুর রহমানের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন