বাবার সঙ্গে দ্বন্দ্ব মেটালেন ব্রিটনি

ফিচার ডেস্ক

ব্রিটনি স্পিয়ার্স ছবি: পিপল

ব্রিটনি স্পিয়ার্স দীর্ঘ সময় তার বাবার অধীনে ছিলেন। মার্কিন আইন অনুসারে একে বলে ‘কনজারভেশনশিপ’। এর অধীনে তার কাজ, চুক্তি ও অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার ছিল তার বাবার। এ নিয়ে নানা সময় বাবার সঙ্গে তার দ্বন্দ্ব হয়েছে। সর্বশেষ তিনি বাবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। ২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে এ নিয়ে একটি রায় হয় এবং এর মাধ্যমেই দীর্ঘদিন চলা দ্বন্দ্বের একরকম মীমাংসা হয়। মীমাংসার জন্য বেশ মোটা অংক গুনতে হয়েছে ব্রিটনির বাবাকে। তবে তা কত, এখনো জানা যায়নি।

ব্রিটনির অ্যাটর্নি ম্যাথিউ এস রোজেনগার্ট এ নিয়ে বলেন, ‘যদিও কনজারভেশনশিপ ২০২১ সালেই বাতিল হয়ে গেছে, এবারের রায়ের মাধ্যমে তিনি (ব্রিটনি) পুরোপুরি স্বাধীন হলেন। কেননা এখন আর কনজারভেশনশিপ নিয়ে কোনো কারণেই ব্রিটনিকে আর আদালতের দ্বারস্থ হতে হবে না।’

ব্রিটনি এক হিসেবে দীর্ঘদিন ধরে সংগীতে অনুপস্থিত। কনসার্ট, অ্যালবামসহ অন্যান্য বিষয়ে তাকে আগের মতো সক্রিয় দেখা যায় না। ২০২১ সালে এরপর তিনি বাবার বিরুদ্ধে মামলা করেন। কোনো রকম জোর-জবরদস্তি ছাড়া আইনি উপায়ে এ সমস্যার সমাধান করেছেন। রোজেনগার্ট এ নিয়ে বলেন, ‘ব্রিটনি তখনই জিতেছেন যখন তার বাবাকে কনজারভেশনশিপ থেকে বাদ দেয়া হয়েছে। আর তখনই পুরোপুরি জিতেছেন।’

এদিকে ব্রিটনির বাবা জেমির আইনজীবী দাবি করেছেন পুরো বিষয়টিতে নানা রকম ভুল বোঝাবুঝি আছে। জেমি নানা সময়ে এ আইনি লড়াইয়ের জন্য নানা সময় মিলিয়ে প্রায় ২০ লাখ ডলার প্রদান করেছেন। এর মধ্যে বেশির ভাগই খরচ করা হয়েছে আইনজীবী ও বিভিন্ন ল’ফার্মের বিল দেয়ার জন্য। 

সূত্র: ইয়ন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন