জেনেক্স ইনফোসিস লিমিটেডের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক

ছবি: ইন‌ফো পাওয়ার

আইটি পরিষেবা কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড ও সিটি ব্যাংক পিএলসির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি গুলশান ১-এ সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে ওই চুক্তি সই হয়। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  এই যৌথ উদ্যোগের মাধ্যমে সারা দেশে রিটেইলার ইএফডিএমএস ডিভাইসের মাধ্যমে কার্ড পেমেন্ট ব্যবস্থা চালু হবে। আগামী কয়েক মাসের মধ্যেই গ্রাহকরা এ সেবা পাবেন।

এ ব্যবস্থার অধীনে জেনেক্স ইনফোসিস সিটি ব্যাংকের নেটওয়ার্ক জুড়ে এ উদ্ভাবনী কার্ড পেমেন্ট গেটওয়ে অ্যাপ্লিকেশন স্থাপন করবে। এ ডিভাইসগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সারা দেশের খুচরা ব্যবসায়ীদের জন্য কার্যকর ভ্যাট চালান তৈরির সুবিধা দিতে পারে।

জেনেক্স ইনফোসিস লিমিটেডের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহ্ জালাল উদ্দিন বলেন, ‘‌এই অংশীদারত্বের মাধ্যমে আমরা সিটি ব্যাংকের ইএফডি ব্যবহারকারী ব্যবসায়ী ও গ্রাহকদের কার্ডভিত্তিক পেমেন্ট সুবিধা বাড়ানোর জন্য আমাদের প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগানোর সুযোগ পেয়েছি।’

তিনি আরো বলেন, ‘‌সিটি ব্যাংকের অত্যাধুনিক কার্ড পেমেন্ট ব্যবস্থায় আমাদের পিওএস সিস্টেম সমন্বিত করার মাধ্যমে লেনদেন প্রক্রিয়াকে স্ট্রিমলাইন করা হবে, যা লেনদেনকে আরো দ্রুত ও নিরাপদ করে তুলবে। এই যৌথ প্রচেষ্টা কেবল আর্থিক উদ্ভাবনের প্রতি উভয় পক্ষের প্রতিশ্রুতিকেই তুলে ধরে না, বরং একটি পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কও নিশ্চিত করে যা ব্যবসায়িক সমৃদ্ধির পাশাপাশি গ্রাহকের সন্তুষ্টি বাড়িয়ে তোলে।’

সিটি ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মাদ মারুফ বলেন, ‘‌জেনেক্স ইনফোসিসের সঙ্গে আমাদের সহযোগিতা সারা বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট সলিউশন সম্প্রসারণের লক্ষ্যে একটি অগ্রণী পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। আমাদের সামর্থ্য ও দক্ষতা একত্রিত করে কার্ড পেমেন্ট অপারেশনের জন্য একটি নতুন মান আমরা সেট করছি যা মূলত আমাদের ব্যবসায়ী ও তাদের গ্রাহকদের উপকৃত করবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন