বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ হলেন মুশতাক আহমেদ

ক্রীড়া প্রতিবেদক

মুশতাক আহমেদ। ছবি: পাকিস্তান ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের লেগ স্পিনার মুশতাক আহমেদ। জিম্বাবুয়ের সঙ্গে আসন্ন হোম সিরিজ সামনে রেখে চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন তিনি এবং কাজ করবে জুন-জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

 

৫৩ বছর বয়সী মুশতাক আহমেদ এরই মধ্যে ইংল্যান্ড (২০০৮-২০১৪), ওয়েস্ট ইন্ডিজ (২০১৮-১৯) ও পাকিস্তানের (২০২০-২২) স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া পাকিস্তান দলের বোলিং কনসালটেন্ট হিসেবেও ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

 

নতুন দায়িত্ব নিয়ে মুশতাক আহমেদ বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের অংশ হতে পারাটা অনেক বড় সম্মানের। আমি এই দায়িত্ব পালনের অপেক্ষায় আছি এবং নিজের অভিজ্ঞতাটুকু উজার করে দিতে চাই। বাংলাদেশ বিশ্বের অন্যতম বিপজ্জনক ক্রিকেট দল। নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে যেকোনো দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। এই বিশ্বাসটি আমি দলের মধ্যে আনার চেষ্টা করব। দলটির সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি আমি।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন