ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৬ নারী সাফ শিরোপা জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ছবি: বাফুফে

দুর্দান্ত কামব্যাকে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতল বাংলাদেশ। আজ রোববার (১০ মার্চ) নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে শিরোপার মীমাংসা হয়।

 

নির্ধারিত সময়ের খেলায় আগে এক গোল হজম করে পরে সমতায় ফেরে বাংলাদেশ। টাইব্রেকারেও প্রথম শট মিস করেন বাংলাদেশের ফরওয়ার্ড সুরভী আকন্দ প্রীতি। যদিও পরে গোলকিপার ইয়ারজান বেগমের দুর্দান্ত তিনটি সেভে সাফ শিরোপা জয় করে বাংলাদেশ।

 

রাউন্ড রবিন লিগের মোকাবেলায় ভারতকে ৩-১ গোলে হারায় সাইফুল বারী টিটুর শিষ্যরা। তাই আজ মনস্তাত্ত্বিকভাবে বাংলাদেশের মেয়েরাই এগিয়েছিল। ফাইনালেও জিতল লাল-সবুজ জার্সিধারীরা। আনুষ্কা কুমারী এগিয়ে দিয়েছিলেন ভারতকে। দ্বিতীয়ার্ধে মারিয়ামের গোলে সমতা আনে বাংলাদেশ।


 

অতিরিক্ত সময়ে খেলা না থাকায় টাইব্রেকারে শিরোপার মীমাংসা হয়।

 

অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে এটা বাংলাদেশের দ্বিতীয় শিরোপা। ভারতও জিতেছে দুটি। এছাড়া অতিথি দল রাশিয়া ও নেপাল একবার করে শিরোপা জিতেছে।

 

গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে অতিথি দল হিসেবে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাশিয়া। এবার অনূর্ধ্ব-১৬ ক্যাটাগরির সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এতে শিরোপার স্বাদ পেল বাংলাদেশের কিশোরীরা।  

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন