জোকোভিচ আটক

ক্রীড়া ডেস্ক

দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের পর আটক করা হয়েছে নোভাক জোকোভিচকে। আপিল শুনানি না হওয়া পর্যন্ত আটক থাকতে হবে টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাকে। এই শুনানির ওপর নির্ভর করবে জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারবেন কি-না। অস্ট্রেলিয়ান ওপেন শুরু হতে বাকি আর দুই দিন।

গতকাল শুক্রবার দ্বিতীয়বারের মতো জোকোভিচের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন। এর মধ্যেই আজ শনিবার দ্বিতীয়বারের মতো তাকে আটক করা হয়েছে। সকালে তার মামলার অনলাইন শুনানি হয়। আগামীকাল রোববার আবার শুনানি হবে। তার আগ পর্যন্ত জোকোভিচকে মেলবোর্নের একটি অভিবাসন কেন্দ্রে আটক থাকতে হবে। বর্তমানে জোকোভিচ যেখানে রয়েছেন সেখানে পাহারায় রয়েছে অস্ট্রেলিয়ার বর্ডার ফোর্সের সদস্যরা।

মূলত করোনা প্রতিষেধক টিকা না নেয়ায় দুইবার তার ভিসা বাতিল করেছে দেশটি। গতকাল অস্ট্রেলিয়া ইমিগ্রেশন মন্ত্রী অ্যালেক্স হকে বলেছেন, স্বাস্থ্য ও ভালো শৃঙ্খলার ভিত্তিতে তাকে (জোকোভিচ) নির্বাসিত করা হতে পারে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন