ইতালিতে ২০তম লিগ শিরোপা জিতল ইন্টার মিলান

ক্রীড়া ডেস্ক

ছবি: এপি

ইতালির সিরি-এ লিগে ২০তম শিরোপা জিতল ইন্টার মিলান। সোমবার রাতে মিলান ডার্বিতে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে নেরাজ্জুরিরা। সিরি-এ শিরোপা জয়ে তারা নগর প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলল। এসি মিলান শিরোপা জিতেছে ১৯ বার। সর্বোচ্চ ৩৬ বার শিরোপা জিতে সবার ধরাছোঁয়ার বাইরে জুভেন্টাস।

 

১৮ মিনিটে ফ্রান্সেসকো অ্যাকারবির গোলে লিড নেয় ইন্টার মিলান। বেঞ্জামিন পাভারের ফ্লিকে বল পেয়ে হেডে গোল করেন অরক্ষিত থাকা অ্যাকারবি। ৪৯ মিনিটে মার্কাস থুরাম গোল ব্যবধান ২-০ করে দেন। লম্বা পাসের বল পেয়ে অনেকটা সময় দিয়ে তিনি নিচু শটে গোল করেন। ম্যাচের ৮০ মিনিটের সময় ইংলিশ খেলোয়াড় ফিকায়ো তোমোরির কাছ থেকে নেয়া হেডে ব্যবধান কমায় এসি মিলান, আশাও জাগে দলটির।

 

যোগ করা সময়ের খেলায় স্যান সিরোয় নামে চরম উত্তেজনা। এ সময় দুই দলের মোট তিনজন লাল কার্ড দেখেন। ৯৩তম মিনিটে সংঘর্ষে জড়িয়ে একসাথে লাল কার্ড দেখেন এসি মিলানে থিও হার্নান্দেজ ও ইন্টারের ড্যানিয়েল ডামফ্রাইজ। এছাড়া ৯৭তম মিনিটে এসি মিলান অধিনায়ক ডেভিড কালাবরিয়া লাল কার্ড দেখেন।

 

শিরোপা জিতে উচ্ছ্বসিত ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্টিনেজ বলেন, ‘আমার কাঁদতে মন চাইছে। আমরা কঠোর পরিশ্রম করেছি বলেই এই শিরোপার দাবিদার। এটি দারুণ অর্জন। তবে আমাদের এখানেই থামা যাবে না, আরো অনেক শিরোপা জিততে হবে।’

 

২০১০ সালের পর এটি ইন্টারের দ্বিতীয় লিগ শিরোপা। ২০২১ সালে তারা শিরোপা জিতেছিল আন্তোনিও কন্তের অধীনে।

 

ইনজাগির দল ২৭ ম্যাচে অপরাজিত থেকে লিগ শিরোপা জিতল পাঁচ ম্যাচ হাতে রেখেই। তারা এখন পর্যন্ত ৭৯ গোল করেছে, দ্বিতীয় স্থানধারীদের চেয়ে ১৫ গোল বেশি। ইন্টার গোল হজম করেছে ১৮টি।

 

সোমবার মাঠে নামার আগে ৩২ রাউন্ড শেষে ৮৩ পয়েন্ট নিয়ে সিরি-এ টেবিলের শীর্ষে ছিল ইন্টার মিলান। এসি মিলানের ছিল ৬৯ পয়েন্ট। মঙ্গলবার জেতায় ৩৩ ম্যাচে ৮৬ পয়েন্ট হয়ে যায় ইন্টারের। মিলানকে ১৭ পয়েন্টে পেছনে ফেলে নেরাজ্জুরিরা। তাই শেষের পাঁচ ম্যাচে ইন্টারকে আর ধরে ফেলা মিলানের পক্ষে সম্ভব হবে না।

 

এ নিয়ে সর্বশেষ টানা ছয়টি মিলান ডার্বি জিতল ইন্টার মিলান। এর মধ্য দিয়ে তারা এসি মিলানের ১৯১১-১৯১৩ এবং ১৯৪৬-১৯৪৮ সময়কালের রেকর্ড ছুঁয়ে ফেলল।

 

গত বৃহস্পতিবার ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে রোমার কাছে ১-২ গোলে হেরে বসেছে এসি মিলান। এবার লিগ শিরোপা জয়ের আশাও শেষ হয়ে গেল তাদের।

 

জুভেন্টাসের এক দশকের আধিপত্যের অবসান ঘটিয়ে ইতালির ফুটবলের কর্তৃত্ব ফিরেছে মিলানে। ২০২১ সালে ইন্টার মিলান, ২০২২ সালে এসি মিলান শিরোপা জিতেছে। ২০২৩ সালে নাপোলি ৩৩ বছর পর শিরোপার স্বাদ পায়। আবার শ্রেষ্ঠত্ব ফিরল মিলানে।

 

 

 

 

 

 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন