সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা

রাষ্ট্রের সংস্কার করা জরুরি হয়ে পড়েছে

নিজস্ব প্রতিবেদক

চলমান পরিস্থিতিতে রাষ্ট্র সংস্কার জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতাকর্মীরা। তারা বলেন, ‘‌এ সংস্কারে আমরাও অবদান রাখব।’

গতকাল রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান রিজু, পরিবেশ কর্মী ফরিদুল ইসলাম, রেল, নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রৌমারী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম শামসুল আলম প্রমুখ। সভার শুরুতে তাদের ফুল দিয়ে বরণ করে নেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূমের নেতৃত্বে দলের জাতীয় নির্বাহী কমিটির নেতারা।

হাসনাত কাইয়ূম বলেন, ‘‌ক্ষমতাসীন সরকার ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমরা সবাই মিলে চলমান অবস্থার সংস্কার করব।’

ফরিদুল ইসলাম বলেন, ‘‌প্রাণ-প্রকৃতির সর্বনাশ হচ্ছে। নদীগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা রক্ত দেব, তবু নদী মরতে দেব না। রাষ্ট্র সংস্কারকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন