আলোচনা সভায় শিল্পমন্ত্রী

কার্বন নিঃসরণের সঠিক পরিমাপ নির্ণয় গুরুত্বপূর্ণ

নিজস্ব প্রতিবেদক

ছবি: (পিআইডি)

জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের মতো পরিবেশের জটিল চ্যালেঞ্জগুলো সম্পর্কে ধারণা লাভ এবং মোকাবেলার জন্য সঠিক পরিমাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পরিমাপ, গণনা ও মনিটরিংয়ের মাধ্যমে পরিবেশের কার্বনের পরিমাপ জানা যাবে, যা প্রকারান্তরে কার্বন দূষণ রোধে সহায়ক ভূমিকা পালন করবে। এক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। 

গতকাল রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই সভাকক্ষে ‘বিশ্ব মেট্রোলজি দিবস’ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিএসটিআই আয়োজিত ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন