২৪ জেলায় আজও মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি

নিজস্ব প্রতিবেদক

ছবি : সংগৃহীত

চলমান তাপপ্রবাহের কারণে আজ ২৫ জেলায় মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা; ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল; চট্টগ্রাম বিভাগের চাঁদপুর; রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান শনিবার বন্ধ থাকবে।

এর আগে রমজান, ঈদুল ফিতর ও নববর্ষের ছুটি শেষে গত ২১ এপ্রিল স্কুল-কলেজ খোলার কথা ছিল। তবে দেশজুড়ে তাপপ্রবাহের কারণে ছুটি এক সপ্তাহ বাড়ানো হয়। পরে গত রোববার স্কুল-কলেজ চালু হলেও তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে দুই শিক্ষকের মৃত্যু হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।

গরমে অসুস্থ হয়ে শিক্ষকসহ কয়েকজনের মৃত্যুর ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনা হলে ২৯ এপ্রিল সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুলসহ আদেশ দেন। একই দিন তাপপ্রবাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার ২ মে পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

তবে শনিবার থেকে মাধ্যমিক বিদ্যালয় খোলার ঘোষণা দেয়া হলেও শিক্ষা মন্ত্রণালয় আগেই জানিয়েছিল তাপপ্রবাহের কারণে কিছু জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে। আবহাওয়া বার্তা জানার পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেসব জেলার নাম জানিয়ে দেয়া হবে।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রোববার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলবে। তবে বিদ্যালয়গুলো চলবে পূর্বঘোষিত সময় অনুযায়ী, বেলা সাড়ে ১১টা পর্যন্ত। আর প্রাক্-প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন