টোকিও অলিম্পিক

টেনিস থেকে স্বাগতিকদের আশা-ভরসা ওসাকার বিদায়

ক্রীড়া প্রতিবেদক

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান শেষে গেমসের মশাল প্রজ্জ্বলনের সম্মান পেয়েছিলেন টেনিস সুপারস্টার নাওমি ওসাকা। চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন অলিম্পিক টেনিসে জাপানকে স্বর্ণপদক এনে দেবেন, সেই আশায় ছিল স্বাগতিকরা। যদিও আশাভঙ্গ হলো ওসাকা ও জাপানের। আজ তৃতীয় রাউন্ডে চেক রিপাবলিকের মার্কেতা ভনদ্রোসোভার কাছে সরাসরি ১-৬, ৪-৬ গেমে হেরে বিদায় নিয়েছেন ২৩ বছর বয়সী ওসাকা। 

প্রথম দুই রাউন্ড দুর্দান্ত পারফর্ম করে টোকিওতে স্বর্ণের সম্ভাবনা জাগিয়েছিলেন ওসাকা। যদিও আজ তিনি মোটেও ছন্দে ছিলেন না। মার্কেতার বিপক্ষে ৩২টি ‘আনফোর্সড এরর’ তার বিদায় নিশ্চিত করে দেয়। ২২ বছর বয়সী চেক খেলোয়াড় ১০টি ‘আনফোর্সড এরর’ এর বিপরীতে উইনার মেরেছেন ১৮টি। 

প্রথম রাউন্ডে বিদায় নিয়েছেন শীর্ষ বাছাই অস্ট্রেলিয়ার অ্যাশলেই বার্টি, এবার দ্বিতীয় বাছাই ওসাকা। ফলে টোকিও অলিম্পিকে টেনিসের এককে স্বর্ণের লড়াই এখন উন্মুক্ত হয়ে পড়ল। ইউক্রেনিয়ান চতুর্থ বাছাই এলিনা সভিতোলিনা এখন নারী এককে সর্বোচ্চ র‌্যাংকধারী খেলোয়াড় হিসেবে টিকে থাকলেন।    


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন