এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই জয়ে ওয়ানডে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম ইকবালের দল জিতেছে সাত উইকেটের ব্যবধানে ঠিক ১০০ বল হাতে রেখেই ১৪৯ রানের টার্গেট ছুঁয়েছে বাংলাদেশ এতে তিন ম্যাচ সিরিজে -০তে এগিয়ে থাকল তামিম ইকবালের দল ফলে সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতায় রূপ নিল 

দুর্দান্ত বোলিংয়ে ভর করেই টানা দুই ম্যাচে জয় পেল বাংলাদেশ আজ সকালে টস জিতে ব্যাটিং নেয়া ওয়েস্ট ইন্ডিজকে ১৪৮ রানে অলআউট করে স্বাগতিক দলটি এই প্রথম টানা দুই ওয়ানডেতে কোনো দলকে ১৫০ রানের নিচে অলআউট করার কৃতিত্ব দেখাল টাইগাররা একই মাঠে বুধবার প্রথম ওয়ানডেতে তারা ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানে অলআউট করে দেয়, সেবার জয় আসে ছয় উইকেটে আত্মবিশ্বাসী দলটি আজ ক্যারিবীয়দের আটকে দিল ১৪৮ রানে

বাংলাদেশ দলের নিখুঁত বোলিং আক্রমণের কোনো জবাব দিতে পারেনি ক্যারিবীয়রা বিশেষ করে বললে, মেহেদী হাসান মিরাজ অনবদ্য বোলিং করে ২৫ রানে নেন চার উইকেট এছাড়া সাকিব ১০ ওভারে ৩০ রানে দুটি এবং মুস্তাফিজুর রহমান . ওভারে ১৫ রানে দুটি উইকেট নেন হাসান মাহমুদ নেন এক উইকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষে পাওয়েল সর্বোচ্চ ৪১ রান করেন

ছোট টার্গেটে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ তিন উইকেট হারালেও সত্যিকার অর্থে হুমকি হয়ে উঠতে পারেনি ক্যারিবীয় বোলাররা অধিনায়ক তামিমের ক্যাপ্টেনস নকের (৫০) পাশাপাশি সাকিবের ৪৩ রানের ঝলমলে ইনিংস ৩৩. ওভারেই স্বাগতিকদের জয় এনে দেয়

আকিয়াল হোসেইন, জেসন মোহাম্মদ রেইমন রেইফার একটি করে উইকেট নেন

জয় শেষে ম্যাচসেরা খেলোয়াড় মিরাজ বলেন, আমি সত্যিই অনেক খুশি, কারণ লম্বা সময় পর ম্যান অব দ্য ম্যাচ হলাম আমরাও অনেকদিন পর ওয়ানডে খেলছি প্রথম ম্যাচে ভালো বল করিনি তাই আমি ম্যানেজমেন্ট সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ করেছি আজ ছোট স্পেলে বল করেছি রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) স্পিন বোলিং কোচের সঙ্গে কথা বলেছি তামিম ভাইও একজন সিনিয়র খেলোয়াড়, বিপিএলে আমরা একত্রে খেলেছি, তিনি আমাকে সব সময় সহযোগিতা করেছেন

টানা দুই জয়ে আনন্দিত অধিনায়ক তামিম ইকবাল বলেন, উইকেটে কিছুটা সময় কাটানো সত্যিই আনন্দের ছিল ড্রেসিংরুমের মধ্যে পারফর্ম করার অনেক ক্ষুধা প্রত্যেকেই ভালো করতে চায় তাসকিন, সাইফ উদ্দিন একাদশে জায়গা পায়নি এখানে দারুণ এক প্রতিযোগিতা

চট্টগ্রামের ম্যাচ সামনে রেখে তামিম বলেন, দুশ্চিন্তার কিছু নেই প্রত্যেকেই খেলার সুযোগ পাবে যারা খেলার সুযোগ পায়নি তারা প্রত্যেকেই ভালো খেলার সামর্থ্য রাখে তৃতীয় ম্যাচে আমাদের দলে কিছু পরিবর্তন আসবে আশা করব, যে- দলে আসুক না কে, সে ভালো করবে

এদিকে টানা দুই ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করে ২০ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগ টেবিলে তিনে উঠে গেল বাংলাদেশ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড তিন ম্যাচে বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান   

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন