বিদ্যুত্চালিত গাড়ি টেসলাকে চ্যালেঞ্জ ফক্সওয়াগনের

বণিক বার্তা ডেস্ক

গত বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ফক্সওয়াগন জানিয়েছে, ২০২০ সালে তারা লাখ ৩১ হাজার ৬০০ বিদ্যুত্চালিত গাড়ি বিক্রি করেছে। এটা টেসলার প্রস্তুতকৃত গাড়ির অর্ধেকেরও কম হলেও আগের বছরের চেয়ে উৎপাদন ২১৪ শতাংশ বাড়িয়ে জার্মান কোম্পানিটি দেখিয়ে দিল বিদ্যুত্চালিত গাড়ি নির্মাণে তারা টেসলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আসছে। খবর: সিএনএন।

মঙ্গলবার এক বিবৃতিতে ফক্সওয়াগনের প্যাসেঞ্জার কার নির্মাতা বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা রালফ ব্র্যান্ডস্ট্যাটার বলেন, বিদ্যুত্চালিত গাড়ির মার্কেট লিডার হওয়ার লক্ষ্যে আমরা সঠিক পথেই রয়েছি। ফক্সওয়াগনের বিদ্যুত্চালিত গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বাজারে নতুন আসা আইডি৩ মডেল, যা ৫৬ হাজার ৫০০টি বিক্রি হয়েছে। একই সময় -গলফ ৪১ হাজার ৩০০টি -আপ ২২ হাজার ২০০টি বিক্রি হয়েছে। গ্রুপের সবচেয়ে জনপ্রিয় অডি গাড়ির মধ্যে -ট্রন স্পোর্টব্যাক মিলিয়ে বিক্রি হয়েছে ৪৭ হাজার ৩০০টি। এছাড়া ক্রেতারা কিনেছেন ২০ হাজার বৈদ্যুতিক পোরশে টাইকান গাড়ি।

বিদ্যুৎ প্রচলিত জ্বালানিতে চলা হাইব্রিড যানের বিক্রিও বেড়েছে। গত বছর লাখ ৯০ হাজার ৫০০টি হাইব্রিড বিক্রি করেছে ফক্সওয়াগন, যা কিনা ২০১৯ সালের চেয়ে ১৭৫ শতাংশ বেশি।

ব্র্যান্ডস্ট্যাটার বলেন, ২০২০ সালটি ছিল ফক্সওয়াগনের জন্য একটি বাঁকবদলের বছর এবং বৈদ্যুতিক রূপান্তরের ক্ষেত্রে সাফল্য অর্জনের সময়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন