বৈদ্যুতিক গাড়িতে বিনিয়োগ বাড়াচ্ছে জিএম

বণিক বার্তা ডেস্ক

বৈদ্যুতিক গাড়ি নির্মাণে বিনিয়োগ বৃদ্ধির দিকে এগোচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা জায়ান্ট জেনারেল মোটরস (জিএম) টেনেসির স্প্রিং হিল জিএমের অন্যান্য কারখানায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণ বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার এক ঘোষণায় আভাস দেয় তারা। খবর রয়টার্স।

সোমবার এক বিবৃতিতে জিএম জানিয়েছিল যে শিগগিরই তাদের বড় একটি বিনিয়োগের সংবাদ সামনে আসতে পারে। স্থানীয় সংবাদপত্র দ্য ডেট্রয়েট নিউজ এক প্রতিবেদনে বলছে, টেনেসির স্প্রিং হিল কারখানায় ক্যাডিলাক লাইরিক বৈদ্যুতিক এসইউভি নির্মাণের পরিকল্পনা করছে গাড়ি নির্মাতা কোম্পানিটি। গাড়ি শিল্পের নির্মাণ পরিকল্পনার হদিস রক্ষাকারী প্রতিষ্ঠান অটোফোরকাস্ট সলুশনস জানায়, ২০২২ সালের শেষ নাগাদ নির্মাণে যাবে লাইরিক।

জিএমের শীর্ষ নির্বাহী ম্যারি বারা জানান, ২০২৫ সালের মধ্যে বৈদ্যুতিক গাড়ি বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রযুক্তিতে হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে জিএম।

অটোফোরকাস্ট সলুশনস বলছে, অন্যান্য কারখানায়ও বৈদ্যুতিক গাড়ি নির্মাণ শুরু করতে পারে জিএম। বিশেষ করে মেক্সিকোর একটি কারখানায় বৈদ্যুতিক গাড়ি নির্মাণের ঘোষণা আসতে পারে বলে মনে করছে পূর্বাভাসদানকারী প্রতিষ্ঠানটি।

মার্কিন নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বৃহৎ গাড়ি নির্মাতা কোম্পানির বিনিয়োগ পরিকল্পনা সামনে নিয়ে আসার বিষয়টি বিশেষ অর্থ বহন করে। কারণ মধ্য-পশ্চিমাঞ্চলীয় ঝুলন্ত রাজ্যগুলোয় গাড়ি কারখানা কর্মীদের সমর্থন পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন