১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা রেথিওনের

বণিক বার্তা ডেস্ক

বাণিজ্যিক যাত্রী পরিবহনে মন্দার ফলে ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে অ্যারোস্পেস জায়ান্ট রেথিওন টেকনোলজিস লিমিটেড। আগে যে কর্মী ছাঁটাইয়ের পূর্বাভাস দেয়া হয়েছিল, তার চেয়ে দ্বিগুণ কর্মী ছাঁটাই হচ্ছে। খবর সিএনএন বিজনেস।

সম্প্রতি নিজেদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশকালে রেথিওনের সিইও বলেন, চলমান অনিশ্চয়তার মধ্যে বাণিজ্যিক আকাশসেবা কবে আরোগ্য লাভ করবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এজন্য আমাদের বাণিজ্যিক আকাশসেবা করপোরেট খাতে কর্মী ছাঁটাইয়ে যেতে হচ্ছে।

তিনি আরো বলেন, সব ধরনের বাণিজ্যিক যাত্রী পরিবহনে সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিছুটা গতি ফিরলেও ২০১৯ সালের মাত্রায় যেতে অন্তত ২০২৩ সাল লেগে যাবে।

আকাশ ভ্রমণ খাতে বিপর্যয়কর প্রভাব ফেলেছে কভিড-১৯ মহামারী। আমেরিকান, ইউনাইটেড ডেল্টা এয়ারলাইনসের মতো যুক্তরাষ্ট্রের প্রধান উড়োজাহাজ সংস্থাগুলো বলছে, আগামী অক্টোবর থেকে হাজারো কর্মীকে ছাঁটাই বা সাময়িক ছাঁটাইয়ে যেতে হবে। উড়োজাহাজ নির্মাতা জায়ান্ট বোয়িংও ১৬ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

কেয়ারস অ্যাক্টোর আওতায় মার্কিন উড়োজাহাজ শিল্পে হাজার কোটি ডলার সহায়তা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকার। ফলে আগামী অক্টোবর নাগাদ ছাঁটাই বা সাময়িক ছাঁটাই করতে পারবে না উড়োজাহাজ সংস্থাগুলো।

গত বৃহস্পতিবার প্রধান উড়োজাহাজ সংস্থাগুলোর শীর্ষ নির্বাহীরা হোয়াইট হাউজের কাছে হাজার ৫০০ কোটি ডলারের বেইলআউট দাবি করেছে। এটা গৃহীত হলে তারা আরো ছয় মাস কর্মী ছাঁটাই থেকে বিরত থাকতে পারবে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন