সহজ জয়ে শেষ ষোলোয় জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

সহজ জয়ে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিলেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ। অবশ্য অন্যতম ফেভারিট গ্রিসের চতুর্থ বাছাই স্তেফানোস সিসিপাস ছয়টি ম্যাচ পয়েন্ট হাতছাড়া করার ব্যর্থতায় বিদায় নিয়েছেন এবারের আসর থেকে। মেয়েদের এককে শেষ ষোলোর টিকিট পেয়েছেন সাবেক চ্যাম্পিয়ন নাওমি ওসাকাও। 

আর্থার অ্যাশ স্টেডিয়ামে শুক্রবার জার্মানির ইয়ান-লেনার্ড স্ট্রাফকে সরাসরি ৬-৩, ৬-৩, ৬-১ গেমে হারান ৩৩ বছর বয়সী সার্বিয়ান খেলোয়াড় জোকোভিচ। ক্যারিয়ারের ১৮ নম্বর গ্র্যান্ড স্লামের মিশনে খেলা জোকোর এ নিয়ে ২০২০ সালে ২৬ ম্যাচে অপরাজিত থাকলেন।

চতুর্থ রাউন্ডে জোকোভিচ খেলবেন স্পেনের পাবলো কারেনো বুস্তার বিপক্ষে। জয় শেষে শীর্ষ বাছাই খেলোয়াড় বলেন, ‘আমার দিক থেকে এটা ছিল দারুণ পারফরম্যান্স, আমি তার সার্ভগুলো খুব ভালোভাবে বুঝতে পেরে যাই।’

সিসিপাস চতুর্থ সেটে ৫-১ গেমে এগিয়ে থাকলেও বরনা করিচ অবিশ্বাস্যভাবে টানা ছয়টি গেম জিতে ম্যাচ নিয়ে যান পঞ্চম সেটে। শেষ সেটটি টাইব্রেকারে গড়ালেও শেষ হাসিটা হাসেন করিচই। তিনি জিতেছেন ৬-৭ (২/৭), ৬-৪, ৪-৬, ৭-৫, ৭-৬ (৭/৪) গেমে। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে ২৭তম বাছাই করিচ রোববার মুখোমুখি হবেন অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনের।

মেয়েদের এককে ইউক্রেনের ১৮ বছর বয়সী মার্তা কস্তিউকের বিপক্ষে ‘পরীক্ষা’য় পাস করেছেন ওসাকা। তিন সেটের লড়াইয়ে তিনি জিতেছেন ৬-৩, ৬-৭ (৪/৭), ৬-২ গেমে। ২২ বছর বয়সী জাপানি তারকা এবার খেলবেন অ্যানেট কন্টাভিটের বিপক্ষে। 

চতুর্থ রাউন্ডে উঠেছেন চেক তারকা পেত্রা কেভিতোভা, ক্রোয়াট পেত্রা মার্তিচ, জার্মানির অ্যাঞ্জেলিক কেরবার, যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি। 

সূত্র: বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন