প্রথমার্ধে চীনা ব্যাংকঋণ দাঁড়িয়েছে ১ দশমিক ৭২ ট্রিলিয়ন ডলার

বণিক বার্তা ডেস্ক

গত জুনে চীনে নতুন ব্যাংকঋণের পরিমাণ ২২ দশমিক শতাংশ বেড়েছে। নভেল করোনাভাইরাস মহামারীর ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকোচন থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিটি যে তাদের ঋণ নীতিমালা শিথিল করেছে, তা স্পষ্ট হয়ে উঠেছে। খবর রয়টার্স।

শুক্রবার পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) জানায়, গত জুনে চীনা ব্যাংকগুলো দশমিক ৮১ ট্রিলিয়ন ইউয়ান বা ২৫ হাজার ৮২৯ কোটি ডলার ঋণ দিয়েছে, যা গত মে মাসে ছিল দশমিক ৪৮ ট্রিলিয়ন ইউয়ান। চলতি বছরের প্রথমার্ধে চীনা ব্যাংকগুলোর ঋণ রেকর্ড ১২ দশমিক শূন্য ট্রিলিয়ন ইউয়ান বা দশমিক ৭২ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা কানাডার মোট জিডিপির সমান। ২০১৯ সালের প্রথমার্ধে চীনা ব্যাংকগুলো ঋণ অনুমোদন করেছিল দশমিক ৬৭ ট্রিলিয়ন ইউয়ান।

গত মাসে পিবিওসির গভর্নর গ্যাং জানান, চলতি বছরের সামগ্রিক ঋণের পরিমাণ ২০ ট্রিলিয়ান ইউয়ান ছাড়াতে পারে। রয়টার্সের এক জরিপে বলা হয়েছিল, জুনে ঋণের পরিমাণ দশমিক ৮০ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়াতে পারে। মাসওয়ারি গত জুনে চীনে ঋণের পরিমাণ শতাংশ বেড়েছে।

সামনের মাসগুলোয়ও ঋণপ্রবাহ আরো বাড়তে পারে বলে মনে করেন ক্যাপিটাল ইকোনমিকসের সিনিয়র চায়না ইকোনমিস্ট জুলিয়ান ইভান্স প্রিচার্ড।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন