জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক সিলেট

একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এবার টেস্ট নয়, ওয়ানডে লড়াই ক্রিকেটের সংস্করণেও টেস্টের মতো জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ এমনটিই জানালেন ইনজুরি কাটিয়ে দলে ফেরা বাংলাদেশ দলের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন

গতকাল অনুশীলন শেষে সাইফউদ্দিন বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ওয়ানডে খেলেনি বিশ্বকাপে লর্ডসের পর আমারও খেলা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের খেলা ঘরের মাটিতেই এজন্য কন্ডিশনের সুবিধা আমরাই পাব এছাড়া শেষ টেস্টে আমরা ভালোভাবে জিতেছি আশা করছি, ওয়ানডেতেও ভালো যাত্রা করব

বাংলাদেশ দলে এখন অনেক পেস বোলার থাকার প্রসঙ্গে সাইফউদ্দিন বলেন, প্রতিযোগিতা ভালো দিন শেষে আমরা দলের কথা চিন্তা করি যদি আমার থেকে ভালো কেউ আসে, অবশ্যই তাকে স্বাগত আমার চিন্তা থাকবে তার থেকে ভালো করে দলে জায়গা করে নেয়া আমার জায়গায় কেউ এসে খারাপ করুক, এটা তো কেউ কোনোদিনও চাইব না প্রত্যেককেই নিজেকে প্রমাণ করে আসতে হবে তখন

তবে পাঁচ মাস পর দলে ফিরে অনেক কিছু নতুন মনে হচ্ছে তার নিয়ে কৃতী অলরাউন্ডার বলেন, নতুন করে আবার সবকিছু শুরু করতে চাই জায়গাটা এরকম আপনি যত দিন পারফর্ম করবেন টিকে থাকবেন, যতদিন পারফর্ম করবেন না ততদিন টিকে থাকবেন না পরশু (রোববার) সুযোগ পেলে আবার নতুন করেই শুরু করতে হবে ব্যাটিং হোক বা বোলিং হোক টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে এজন্য নির্বাচক টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই আস্থার প্রতিদান দিতে চাই

দলের নতুন কোচ রাসেল ডমিঙ্গোকে নিয়ে তিনি বলেন, কোচের সঙ্গে আমি ত্রিদেশীয় সিরিজে কাজ করেছি ওখানে আমার স্কিল, বোলিং-ব্যাটিং সবকিছু দেখেছেন আমার খুব একটা সমস্যা হচ্ছে না

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন