আর্সেনালের বিদায়

অধিনায়ক পিয়েরে-এমেরিক অবামেয়াং ম্যাচের শেষ শটে গোল করার অপূর্ব সুযোগ হারান, তাতে অলিম্পিয়াকোসের কাছে - গোলে হেরে ইউরোপা লিগ থেকে বিদায়ঘণ্টা বেজে যায় গতবারের ফাইনালিস্ট আর্সেনালেরও

অলিম্পিয়াকোসের মাঠে - গোলে জয়ের পর শেষ ষোলোর টিকিট পাওয়া নিয়ে হয়তো ভাবেননি আর্সেনাল কোচ মিকেল আরতেতা কিন্তু ম্যাচের ৫৩ মিনিটে পাপে আবু সিসের গোল হিসাব-নিকাশ পাল্টে দেয় সমতায় থাকা ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে ১১৩ মিনিটে গোল করে এমিরেটসে স্বস্তি আনেন অবামেয়াং (-) কিন্তু নাটক তখনো বাকি ম্যাচ শেষ হওয়ার মিনিট আগে ভেঙে গোল করেন অলিম্পিয়াকোসের ইউসেফ এল আরাবি দুই লেগ মিলিয়ে লড়াইটা - গোলের সমতায় আসে অলিম্পিয়াকোসকে শেষ ষোলোর টিকিট দেয় মূল্যবান দুটি অ্যাওয়ে গোল

একই রাতে মৌসুমের অন্যতম সেরা পারফরম্যান্স দেখিয়ে শেষ ষোলোর টিকিট পায় ম্যানচেস্টার ইউনাইটেড বেলজিয়ান দল ক্লাব ব্রুগেকে - গোলে হারায় ওলে গুনার সোলশারের দল প্রথম লেগে তারা ড্র করেছিল - গোলে পরশু ফ্রেড জোড়া গোল করেন, পাশাপাশি একটি করে গোল পান ব্রুনো ফার্নান্দেজ, ওডিওন ইগালো স্কট ম্যাকটোমিনে

ইন্টার মিলান - গোলে লুদোগোরেৎসকে হারিয়ে (দুই লেগ মিলিয়ে -), লেভারকুসেন - গোলে পোর্তোকে হারিয়ে (দুই লেগ মিলিয়ে -) শেষ ষোলোয় ওঠে শেষ ষোলোয় ম্যানইউর প্রতিপক্ষ অস্ট্রিয়ান দল এলএএসকে, রোমা খেলবে সেভিয়ার বিপক্ষে, ইন্টার মিলানের সামনে গেটাফে, অলিম্পিয়াকোস মুখোমুখি হবে আরেক ইংলিশ দল উলভারহ্যাম্পটনের বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন