সানে-নাব্রি অদলবদল!

লেরয় সানের ওপর অনেকদিন ধরেই চোখ বায়ার্ন মিউনিখের গত মৌসুম শেষে তো সানের বায়ার্নে আসা একরকম নিশ্চিত হয়েই গিয়েছিল কিন্তু জার্মান তারকা চোটে পড়ায় শেষ পর্যন্ত দলবদলের প্রক্রিয়াটি আর সম্পন্ন হয়নি এরপর দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি এবার অবশ্য মাঠে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছেন সানে চোটের ধকলও সামলে নিয়েছেন অনেকটা সানের সেরে ওঠায় ফের নড়েচড়ে বসেছে বায়ার্ন অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও সানেকে মিউনিখে ফেরাতে মরিয়া তারা এদিকে সানেকে ছাড়ার ব্যাপারে ম্যানচেস্টার সিটি এখন নতুন শর্ত জুড়ে দিতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো যেখানে তারা সানেকে দেয়ার বদলে চাইতে পারে বায়ার্নের তারকা স্ট্রাইকার সের্গে নাব্রিকে দুর্দান্ত ফর্মে থাকা নাব্রিকে সিটি চাইলে বায়ার্নের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেটিই এখন দেখার অপেক্ষা

নাব্রির ওপর অবশ্য অনেক দিন ধরেই নজর রেখেছিলেন সিটি বস পেপ গার্দিওলা তার খেলার ধরনও গার্দিওলার বেশ পছন্দের এমনকি স্কাউট পাঠিয়েও নাব্রির খোঁজখবর নিয়েছিলেন তিনি সব মিলিয়ে সিটিতে গার্দিওলার ট্যাকটিসের সঙ্গে নাব্রির খেলার ধরনের ভালোই মিল রয়েছে যে কারণে সানের প্রতি বায়ার্নের যে আগ্রহ সেটিকে কাজে লাগিয়ে নাব্রিকে দলে টানার চেষ্টা করছে ইতিহাদের ক্লাবটি তাই অর্থ চুক্তির পাশাপাশি খেলোয়াড় অদল-বদলের সুযোগটিও কাজে লাগাতে চায় তারা শেষ পর্যন্ত নাব্রিকে দলে টানতে পারলে অবশ্য আরো একটি শক্তিশালী অপশনের খোঁজ পাবে সিটি

অবশ্য নাব্রিকে পাওয়াটা খুব একটা সহজ হবে না সিটির জন্য বায়ার্নের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি বিশেষ করে আরিয়েন রোবেন ফ্রাঙ্ক রিবেরির বিদায়ের পর বাভারিয়ান জায়ান্টদের আক্রমণভাগের যে শূন্যতা তার অনেকটাই দূর করেছেন ২৪ বছর বয়সী তারকা তাই তাকে বদলে সানেকে দলে আনার ব্যাপারে বায়ার্ন রাজি হবে কিনা সে আশঙ্কা থেকেই যায় অবশ্য কেবল বায়ার্নের চাওয়াই নয়, এখানে নাব্রির ইচ্ছা-অনিচ্ছার বিষয়টিও সামনে চলে আসে এখন পর্যন্ত সিটিতে যাওয়ার ব্যাপারে ইতিবাচক কোনো সিগন্যাল আসেনি তার পক্ষ থেকে তাছাড়া এখনো ২০২৩ সালের গ্রীষ্ম পর্যন্ত তার চুক্তিও বাকি আছে দলটির সঙ্গে

তবে সিটির জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় উয়েফা কর্তৃক পাওয়া দুই বছরের নিষেধাজ্ঞার বিষয়টি তাদের গুনতে হচ্ছে বড় অংকের জরিমানাও এমনকি ইস্যুর জেরে গার্দিওলা তারকা খেলোয়াড়দের দল ছাড়ার খবরও এরই মধ্যে সামনে এসেছে আর এমন অবস্থায় নাব্রির মতো ইনফর্ম তারকা স্ট্রাইকার সিটিতে আসতে চাইবেন কিনা সেটিও বিবেচনার বিষয়

তবে নাব্রির জন্য প্রিমিয়ার লিগে আসার হাতছানি এবারই প্রথম নয় এর আগে আর্সেনালের হয়ে খেলেছিলেন তিনি যদিও সেখানে খুব একটা সুখে ছিলেন না তিনি তাই এবার নিশ্চিতভাবেই যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন তিনি দ্য সান

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন