ইনিংস জয়ে এগিয়ে গেল ইংল্যান্ড

ফল আগের দিনই ঠিক হয়ে যায়। অপেক্ষা ছিল আনুষ্ঠানিকতার। গতকাল শেষ দিন শেষ দিকের ঝড়ো ব্যাটিং ইনিংস হার এড়ানোর জন্য মোটেই যথেষ্ট ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হার মানতে হয়েছে ইনিংস ৫৩ রানে। হারে এখন চার ম্যাচ সিরিজে - ব্যবধানে এগিয়ে গেল জো রুটের দল।

বৃষ্টিবিঘ্নিত পোর্ট এলিজাবেথ টেস্টে নিজেদের প্রথম ইনিংস উইকেটে ৪৯৯ রানে ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ২০৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর দ্বিতীয় ইনিংসেও ২৩৭ রানের বেশি তুলতে পারেনি তারা। ফলে নিশ্চিত হয় স্বাগতিকদের ইনিংস ব্যবধানে পরাজয়।

উইকেটে ১০২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। তবে কোনো রান যোগ হওয়ার আগেই ফিরে যান ভারনন ফিল্যান্ডার (১৩) দলীয় ১২৮ রানে ফিরে যান কাগিসো রাবাদাও (১৬) দক্ষিণ আফ্রিকা উইকেট হারায় ১৩৮ রানে। তবে কেশব মহারাজ ডেন প্যাটারসন শেষ উইকেটে ঝড় তোলেন। হেরে যাওয়া ম্যাচে দর্শকরাও পায় ভরপুর বিনোদন। শেষ উইকেটে জুটিতে আসে ৯৯ রান। তবে ৭১ রান করা মহারাজ রানআউট হয়ে ফিরে গেলে আনন্দে ভাসে ইংল্যান্ড। ৩৯ রানে অপরাজিত থাকেন প্যাটারসন। রুট ৪টি উড নেন ৩টি উইকেট। ক্রিকইনফো বিবিসি

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৪৯৯/ ডিক্লেয়ার (পোপ ১৩৫*, স্টোকস ১২০, কারান ৪৪; মহারাজ /১৮০, রাবাদা /৯৭, পিটারসন /৬২) দক্ষিণ আফ্রিকা: ২০৯ ২৩৭ (মহারাজ ৭১, প্যাটারসন ৩৯*, ডু প্লেসি ৩৬; রুট /৮৭, উড /৩২, ব্রড /১৪) ফল: ইংল্যান্ড ইনিংস ৫৩ রানে জয়ী। ম্যাচসেরা: ওলি পোপ (ইংল্যান্ড)

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন