ইয়েস ব্যাংকের শেয়ারদরে ৮ শতাংশ পতন

বণিক বার্তা ডেস্ক

বোম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) গতকাল শতাংশ কমে ৪১ দশমিক ২০ রুপিতে এসে দাঁড়ায় ইয়েস ব্যাংকের শেয়ারদর। মূলত বেসরকারি খাতের ঋণদাতা প্রতিষ্ঠানটি তাদের তহবিল সংগ্রহের পরিকল্পনায় পরিবর্তন আনার পরই শেয়ারদরে পতন হয়। গত নভেম্বরে ইয়েস ব্যাংককে প্রায় ২০০ কোটি ডলার তহবিল সংগ্রহের অনুমতি দেয় বোর্ড। অথচ তারা এখন তহবিল সংগ্রহ করতে চাইছে ১০ হাজার কোটি রুপি। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।    

এর আগে ইয়েস ব্যাংকের বোর্ড দুটি প্রতিষ্ঠানের ১২০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দেয়। অফার দিয়েছিল আরউইন সিংহ ব্রেইখ এসপিজিপি হোল্ডিংস। একই সময়ে ব্যাংকের বোর্ড থেকে ১০ হাজার কোটি রুপির তহবিল সংগ্রহের বিষয়টি অনুমোদন দেয়া হয়।

গত শুক্রবার ইয়েস ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ওই দুই বিনিয়োগ প্রতিষ্ঠান থেকে তাদেরকে হালনাগাদকৃত প্রস্তাব দেয়া হয়। একই সঙ্গে সময় বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত তাদের প্রস্তাব বিবেচনার সুযোগ দেয়া হয় ব্যাংকটিকে।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন