ইইউর জরিমানার বিরুদ্ধে আপিল ফিয়াটের

বণিক বার্তা ডেস্ক

লুক্সেমবার্গকে কোটি ইউরো বা কোটি ৩০ লাখ ডলার কর প্রদানসংক্রান্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে গাড়ি নির্মাতা কোম্পানি ফিয়াট ক্রাইসলার। খবর রয়টার্স।

লুক্সেমবার্গভিত্তিক কোর্ট অব জাস্টিস অব দি ইউরোপিয়ান ইউনিয়নে (সিজেইইউ) গত বুধবার আপিল আবেদন পেশ করে ফিয়াট। ইউরোপিয়ান কমিশনের ২০১৫ সালের রায়ের বিরুদ্ধে সাধারণ আদালতে ফিয়াটের আপিল বাতিলের দুই মাস পর সিজেইইউতে আপিল করা হয়েছে বলে শনিবার জানায় গাড়ি নির্মাতা কোম্পানিটি।

এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর জেনারেল কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে সিজেইইউতে আপিল করছে ফিয়াট ক্রাইসলার ফিন্যান্স ইউরোপ (এফসিএফই)

বহুজাতিক কোম্পানিগুলোর কর ফাঁকির বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বেশকিছু কোম্পানিকে কর ফেরতের নির্দেশ দিয়েছে ইইউ কর্তৃপক্ষ। অনেক কোম্পানিকে কয়েক লাখ ডলার থেকে শুরু করে শত কোটি ডলার পর্যন্তও জরিমানা দিতে হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ হাজার ৩০০ কোটি ডলার কর ফেরত দিয়েছে আইফোন নির্মাতা অ্যাপল।

রায় কার্যকর করতে সাধারণত ১৮ মাস সময় নেয় সিজেইইউ।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন