‘গো ফর গোল্ড’ প্রকল্পের সুফল

আরচারিতে শতভাগ সাফল্য

ক্রীড়া প্রতিবেদক

 গো ফর গোল্ড প্রকল্পে বাংলাদেশ আরচারির সঙ্গী সিটি গ্রুপের পণ্য তীর তীরন্দাজিতে সুদূরপ্রসারী পরিকল্পনার সুফল রোমান সানার অলিম্পিকের যোগ্যতা অর্জন এবার এসএ গেমসে অভাবনীয় সাফল্য পেলেন তীরন্দাজরা ১০ ইভেন্টের মধ্যে শতভাগ স্বর্ণপদক জয় করল বাংলাদেশ

আগের দিন দলগত ইভেন্টে স্বর্ণপদক জয়ের পর গতকাল চার ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণপদক নিশ্চিত হয় এদিন ছেলেদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে রোমান সানা, মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে ইতি খাতুন, ছেলেদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোহেল রানা নারীদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সুমা বিশ্বাস স্বর্ণপদক জয় করেন

নিয়ে গেমসের আরচারি থেকে ১০ স্বর্ণ এক ব্রোঞ্জ মিলিয়ে ১১ পদক পেল বাংলাদেশ ভুটান রুপা ব্রোঞ্জ মিলিয়ে পদক পেয়েছে শ্রীলংকাও পদক পেয়েছে, দেশটির অর্জন রুপা ব্রোঞ্জ স্বাগতিক নেপালের অর্জন এক রুপা ব্রোঞ্জ মিলিয়ে পদক

২০০৬ সালে কলম্বো এসএ গেমসে প্রথমবারের মতো যুক্ত হয় আরচারি সে আসর থেকেই বাংলাদেশ অংশগ্রহণ করে আসছে ২০০৬ সালের পর ২০১০ ২০১৬ সালেও ডিসিপ্লিন থেকে কোনো স্বর্ণপদক পায়নি বাংলাদেশ ২০১০ সালে ঘরের মাঠে দুটি করে রুপা ব্রোঞ্জ পদকে সান্ত্বনা খুঁজতে হয়েছে ২০১৬ সালে বাংলাদেশের অর্জন ছিল ৩টি করে রুপা ব্রোঞ্জ নেপালেই গেমসের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণপদক অর্জন করেন বাংলাদেশী তীরন্দাজরা একক অধিপত্যে নিজেদের প্রথম স্বর্ণপদক জয়ের আসরটা স্মরণীয় করে রাখলেন রোমান সানা-ইতি খাতুন-সোহেল রানারা

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন