সালমাদের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক

 সাউথ এশিয়ান (এসএ) গেমসের নারী ক্রিকেটের প্রতিযোগিতায় দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ পোখারায় নিজেদের প্রথম লড়াইয়ে সালমাদের সামনে দাঁড়াতেই পারেনি দ্বীপরাষ্ট্রটি ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ম্যাচ জিতে নেয় টাইগ্রেসরা লংকানদের দেয়া ১২৩ রানের লক্ষ্য উইকেট বল হাতে রেখেই টপকে যায় নাহিদা-সানজিদারা বল হাতে বাংলাদেশকে পথ দেখিয়েছেন নাহিদা আকতার এবং পরে ব্যাটিংয়ে বাকি কাজ সারেন সানজিদা ইসলাম

সহজ লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে এদিন শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের দলীয় ১৩ রানে ফিরে যান মুরশিদা খাতুন রান করে ফিরে যান ওপেনার তবে দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে দলকে জয়ের ভিত গড়ে দেন আয়েশা রহমান সানজিদা ইসলাম দুজন মিলে দলকে নিয়ে যান ৬৬ রানে এরপর ২৯ রান করা আয়েশাকে ফিরিয়ে জুটি ভাঙেন তারিকা সেওয়ান্দি বেশিক্ষণ টিকতে পারেননি নিগার সুলতানাও নিশানসালার বলে ফিরে যান রান করে তখন দলের রান ৮৭ এরপর অবশ্য দলকে আর কোনো বিপদে পড়তে দেননি সানজিদা ফারজানা হক দুজন অবিচ্ছিন্ন থেকে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে সানজিদা ৫১ ফারজানা ২৩ রানে অপরাজিত থাকেন

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩৪ রানের উদ্বোধনী জুটিতে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল শ্রীলংকান মেয়েরা জানাদি অনিলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন নাহিদা তবে দ্বিতীয় উইকেটে উমেশা থিমাশিনি হার্শিতা মাদাভির জুটি ভালোই এগিয়ে যাচ্ছিল রান আউট হয়ে উমেশা (৫৬) ফিরে গেলে পথ হারিয়ে ফেলে লংকানরা তখন তাদের রান ৮২ পরে বাংলাদেশের দারুণ বোলিংয়ে খোলস ছেড়ে আর বেরোতে পারেনি লংকানরা ইনিংসের শেষ দিকে গিয়ে দ্রুত উইকেটও হারাতে থাকে তারা শেষ পর্যন্ত থামতে হয় উইকেটে ১২২ রানে ৩২ রান দিয়ে একাই চার উইকেট নিয়েছেন নাহিদা ম্যাচসেরা হয়েছেন সানজিদা

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন