আফগানদের অনায়াসেই হারাল ক্যারিবীয়রা

বাংলাদেশের বিপক্ষে এক টেস্টের সিরিজ জয়ের সুখস্মৃতি দ্রুতই মিলিয়ে গেল আফগানিস্তানের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে আফগানরা লক্ষে টেস্টে পৌনে তিন দিনেরও বেশি সময় হাতে রেখে জিতেছে স্বাগতিক ক্যারিবীয়রা

প্রথম দুদিনেই আফগানিস্তানকে কোণঠাসা করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে আফগানদের সংগ্রহ দাঁড়ায় উইকেট হারিয়ে ১০৯ রান তৃতীয় দিনে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা আগের দিনের সঙ্গে শেষ তিন উইকেটে মাত্র ১১ রান যোগ করতে সমর্থ হয় আফগানিস্তান তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় মোটে ১২০ রানে জয়ের জন্য ক্যারিবীয়দের সামনে টার্গেট দাঁড়ায় ৩১ রান . ওভার ব্যাট করেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ শেষ তিনটি উইকেটই নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডার

তৃতীয় দিনে হোল্ডার আঘাত হানার আগেই প্রথম দুদিনেই আফগানদের শেষ করে দেন ১৪৫ কেজি ওজনের দৈত্যমানব রাহকিম কর্নওয়াল প্রথম ইনিংসে ৭৫ রান খরচায় উইকেট নেন এই অফ স্পিনার দ্বিতীয় ইনিংসে তার শিকার উইকেট ক্যারিয়ারে দ্বিতীয় টেস্ট খেলতে নামা কর্নওয়াল পান ম্যাচ সেরার পুরস্কার ম্যাচ শেষে ভীষণভাবে উচ্ছ্বসিত কর্নওয়াল বলেন, ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্টে খেলতে নেমে ১০ উইকেট পাওয়ায় আমি খুবই খুশি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার স্বপ্ন থাকে সবারই আমি মনে করি, এর আগে ভারতের বিপক্ষে সিরিজ খেলাটা খুব কাজে দিয়েছে

এই হারের মাঝেও ভুল থেকে শিক্ষা নেয়ার উপাদান দেখছেন আফগান অধিনায়ক রশিদ খান বলেছেন, বড় দৈর্ঘ্যের ম্যাচে আমাদের সংগ্রাম করতে হচ্ছে বিশেষ করে ব্যাটিংয়ে জায়গায় আমাদের আরো উন্নতি করতে হবে এখন পর্যন্ত আমরা মাত্র চারটি টেস্ট খেলেছি আমাদের ভুল থেকেই শিক্ষা নিতে হবে জয়কে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ক্যারিবীয় অধিনায়ক হোল্ডার তার কথায়, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এক জয় এর আগে ভারতের বিপক্ষে আমরা খুবই কঠিন একটা সিরিজ খেলেছি বছরটা ভালোভাবে শেষ করাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন