চ্যালেঞ্জের অপেক্ষায় ঢাকা প্লাটুন কোচ

ক্রীড়া প্রতিবেদক

 ধীরে ধীরে বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে প্রস্তুতি নিতে শুরু করেছে দলগুলো লক্ষ্য একটাই বিপিএলের বিশেষ আসরে শিরোপা জিতে বাজিমাত করা যেখানে শিরোপার জন্য লড়াইয়ে নামবে সাতটি দল এবারের আসরে প্রত্যেকে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়ায় আগে থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বাকি দলগুলোর মতো যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনেরও চোখ থাকছে শিরোপায় আনুষ্ঠানিকভাবে দলের অনুশীলন শুরু না হলেও ব্যক্তিগতভাবে খেলোয়াড়দের নিয়ে কাজ করছেন কোচ মোহাম্মদ সালাহউদ্দিন দেশী কোচ হিসেবে চ্যালেঞ্জ বোধ করছেন বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি পাশাপাশি দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা মুমিনুল হকদের ভূমিকা নিয়েও কথা বলেছেন সালাহউদ্দিন

বিপিএলে দেশী কোচ হিসেবে দায়িত্ব বেড়েছে জানিয়ে গতকাল মিরপুরে সালাহউদ্দিন বলেন, দেখুন টুর্নামেন্টে সাতটি দল খেলবে এদের কেউ যদি চিন্তা করে আমি চ্যাম্পিয়ন হব না সেটা বোকামি হবে, সাতটা দলই একটা লক্ষ্যে যাবে কেউ শুধু অংশ নিতে আসেনি, সবাই চ্যাম্পিয়ন হতে এসেছে আর যদি লোকাল কোচ হিসেবে বলেন, তাহলে আমি বলব আমার দায়িত্ব কিছুটা বেড়েছে তিনি আরো বলেন, লোকাল কোচ আমি যদি ভালো করি, তাহলে অন্য লোকাল কোচ যারা আছে, তাদের জন্যও সুযোগ আসবে আর কারণে আমার ভালো করাটা খুব বেশি জরুরি চ্যালেঞ্জ তো আপনার প্রতিটি টিমেই থাকে, চ্যালেঞ্জ ছাড়া আপনি ভাবতে পারবেন না

একাধিক হাইপ্রোফাইল খেলোয়াড় নিয়ে এবার দল গড়েছে ঢাকা যেখানে তামিম মাশরাফি দুজনের ওপরই চোখ থাকবে সবচেয়ে বেশি তবে খেলোয়াড়দের খ্যাতির চেয়ে অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন কোচ, বড় প্লেয়ারের  চেয়ে আমি অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে বেশি ভাবি অভিজ্ঞতাটাকে আমি আসলে বেশি গুরুত্ব দিই কারণ আমার কাছে মনে হয় টি২০ ম্যাচে অভিজ্ঞদেরই অন্যভাবে মূল্যায়ন করতে হবে মাঠে তো আমি খেলব না, খেলবে প্লেয়াররা তারাই সিদ্ধান্ত  নেবে কখন কী করতে হবে তো যত অভিজ্ঞ ক্রিকেটার বেশি হবে, তত আপনার জন্য সুবিধা মাঠে তো তারা সিদ্ধান্ত  নেবে, অনেক দ্রুত সিদ্ধান্ত নিতে হবে জিনিসটা আমি সবসময় খেয়াল রাখি

ড্রাফটে জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি  শুরুতে দল পাননি পরে তাকে দলে টেনে নেয় ঢাকা এখন মাশরাফিকে অধিনায়ক করা হবে কিনা জানতে চাইলে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন