গোলাপি রোমাঞ্চে শিশির ভাবনা

ক্রীড়া প্রতিবেদক

 এখন পর্যন্ত দিবারাত্রির টেস্ট হয়েছে ১১টি বলা বাহুল্য, গোলাপি বলে কোনো টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়নি ভারত বাংলাদেশের আগামী শুক্রবার ঐতিহ্যবহুল ইডেন উদ্যানে গোলাপি বলের টেস্ট যুগে প্রবেশ করবে দুই দেশ গোলাপি বলের ক্রিকেট ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই দুই শিবিরেই গোলাপি রোমাঞ্চে আলোচনার কেন্দ্রে রাতের শিশির ম্যাচের দৃশ্যপট পাল্টে যেতে পারে শিশিরের প্রভাবে

শিশিরসিক্ত ভেজা বলে সবচেয়ে বেশি দুর্বিপাকে পড়তে হয় স্পিনারদের গত অনুশীলনে বড় জায়গাজুড়ে রয়েছে ভেজা বল বল ভিজিয়ে নিয়ে অনুশীলন করছেন বাংলাদেশের বোলাররা সোমবার ভেজা বলে অনুশীলন করা প্রসঙ্গে বাংলাদেশ দলের অফস্পিনার মেহেদী হাসান মিরাজ বলেছেন, পেস বোলাররাও সামনের কয়েকটা দিন বল পানিতে ভিজিয়ে প্র্যাকটিস করবে আশা করছি আমরা মানিয়ে নিতে পারব ভেজা থাকা অবস্থায় বল বেশি স্কিড করে আর এতে স্পিনারদেরও বল স্কিড করানোর সুযোগ থাকে আর এতে বাউন্স টার্ন আসবে

শুধু স্পিনাররাই নয়, পেসাররাও শিশির মাথায় রেখে প্রস্তুত করছেন নিজেদের প্রথম টেস্টে বাংলাদেশকে ইনিংস ব্যবধানে হারানোর পর ফুরফুরে মেজাজে আছে স্বাগতিক ভারত এখনো অনুশীলনে যোগ দেয়নি তারা আজ থেকে ইডেনে অনুশীলন শুরু করার কথা বিরাট কোহলিদের গোলাপি রোমাঞ্চে শিশির যে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা ভারতীয় গণমাধ্যমের সংবাদেই সুস্পষ্ট কলকাতার প্রভাবশালী আনন্দ বাজার পত্রিকা এক রিপোর্টে লিখেছে, দিনরাত্রির টেস্টে শিশির নিয়ে চর্চা চলছে সময়টাতে ইডেনে ভালোই শিশির থাকবে বলে অনুমান করা হচ্ছে বল এতটাই ভিজে যায় যে অনেক সময় বল ধরাটাও কঠিন হয়ে পড়ে সে কথা ভেবেই শামি, যাদব, অশ্বিনীদের ভেজা গোলাপি বলে বোলিং করিয়ে তৈরি করা হতে পারে

এদিকে কয়েক দিন অনুশীলন করে গতকাল ইন্দোর থেকে কলকাতায় এসেছে বাংলাদেশ গতকাল সকালে ইন্দোর ছাড়ার সময় সংবাদমাধ্যমে কথা বলেন বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন প্রথম টেস্টে সেরা একাদশে জায়গা পাননি পেসার তবে ওই কয়েক দিন গোলাপি বলে অনুশীলন করেছেন তিনি গোলাপি বলের চ্যালেঞ্জকে কঠিন মানলেও তারা প্রস্তুত বলে জানিয়েছেন আল-আমিন তার কথায়, আমার মনে হয় গোলাপি বলে চ্যালেঞ্জটা বেশি হবে সন্ধ্যায় ফ্লাড লাইট জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে বলের মুভমেন্ট অনেক বেড়ে যাবে ব্যাটসম্যানদের মতো কঠিন পরীক্ষা দিতে হবে বোলারদেরও আমি মনে করি, যে দলের বোলাররা বেশি ভালো করবে সেই দল ইডেনে বেশি এগিয়ে থাকবে গোলাপি বলে খেলতে উন্মুখ হয়ে আছেন জানিয়ে আল-আমিন বলেন,

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন