মূল পর্বে সুইজারল্যান্ড-ডেনমার্ক

ইতালি, স্পেনের বড় জয়

ইউরো-২০২০ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে রীতিমতো খেলল ইতালি স্পেন ইতালি - গোলে আর্মেনিয়াকে স্পেন - গোলে রোমানিয়াকে বিধ্বস্ত করে ইউরোর দুই জায়ান্ট আগেই মূল পর্ব নিশ্চিত করে পরশু জিব্রাল্টারকে - গোলে হারিয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড

সাইরো ইম্মোবিলে নিকোলো জানিয়োলো উভয়ই দুটি করে গোল পান আধিপত্য করা আজ্জুরিদের হয়ে গোল করেন জর্জিনিয়ো, নিকোলো বারেল্লা, অ্যালেসিও রোমানোলি, রিকার্ডো অরসোলিনি ফেদেরিকো চিয়েসো এর আগে ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রকে - গোলে হারের লজ্জা দিয়েছিল ইতালি, যা কিনা আজ্জুরিদের ইতিহাসে সবচেয়ে বড় জয় পরশু রেকর্ডটি স্পর্শ করতে যাচ্ছিল তারা, তবে ৭৯ মিনিটে গোল করে এতে বাগড়া দেন বাবাইয়ান

ম্যানচেস্টার সিটির সাবেক কোচ মানচিনির অধীনে ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে ইতালি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে উত্তীর্ণ হতে না পারা দলটি ইউরো বাছাই পর্বে ১০ ম্যাচের মধ্যে সবগুলোই জিতেছে! পথে জে গ্রুপ চ্যাম্পিয়ন ইতালির জালে প্রতিপক্ষ দলগুলো মাত্র চারবার বল পাঠাতে পেরেছে

রোমানিয়াকে - গোলে হারিয়ে দারুণভাবে বাছাই মিশন শেষ করল স্পেন জেরার্ড মরেনো করেন দুই গোল এছাড়া ফ্যাবিয়ান রুইজ মিকেল ওইয়ারজাবাল একটি করে গোল পান আত্মঘাতী গোল করেন রোমানিয়ার আদ্রিয়ান রাস এফ গ্রুপে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন আট জয়ের সঙ্গে দুটি ম্যাচে ড্র করে ২১ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ সুইডেন, যারা পরশু - গোলে হারায় ফারো আইল্যান্ডকে

এদিকে সুইজারল্যান্ডের মূল পর্বে খেলা নিয়েই ছিল সংশয়, অথচ তারাই কিনা শেষ পর্যন্ত গ্রুপসেরা হয়ে যাচ্ছে ইউরোতে ডেনমার্ক আয়ারল্যান্ড ম্যাচ - গোলে ড্র হওয়ার সুবিধা নিয়ে সুইসরা জিব্রাল্টারকে - গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠে যায় মূল পর্বে গ্রুপ থেকে মূল পর্বে তাদের সঙ্গী ডেনমার্ক সুইজারল্যান্ডের পয়েন্ট ২১, দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের ঝুলিতে ১৬ বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন