শেষ ষোলোর সুযোগ

চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বের ম্যাচে আজ রাতে শেষ ষোলোর সুযোগ জায়ান্টদের সামনে যাদের নকআউট পর্বের টিকিট পাওয়ার জন্য জিততে হবে দলগুলোকে গ্রুপ থেকে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি), বি থেকে বায়ার্ন মিউনিখ, সি থেকে ম্যানচেস্টার সিটি ডি থেকে জুভেন্টাস জিতলে সমীকরণ ছাড়াই চলে যাবে পরের পর্বে

গ্রুপ তে বেশ নিরাপদ অবস্থানে পিএসজি যারা শুরুটাই করে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে - গোলে উড়িয়ে গ্যালাতাসারেকে তাদের মাঠে - গোলে হারায় প্যারিস জায়ান্টরা তবে আগের ম্যাচে ক্লাব ব্রুগেকে - গোলে বিধ্বস্ত করে পিএসজি ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা আজ ফিরতি লেগে পিএসজির প্রতিপক্ষ ক্লাব ব্রুগে ম্যাচে জিতলেই পরের পর্ব নিশ্চিত হবে দলটির ড্র করলেও পিএসজির সুযোগ থাকবে পরের পর্বে যাওয়ার সেক্ষেত্রে অন্য ম্যাচে গ্যালাতাসারের মাঠে রিয়াল মাদ্রিদ না হারলেই চলবে অবশ্য পিএসজি যদি জেতে এবং গ্রুপের অন্য ম্যাচগুলো যদি ড্র হয়, তবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে যাবে ফরাসি চ্যাম্পিয়নরা রিয়াল নিজেদের ম্যাচে গ্যালাতাসারেকে হারালে নকআউট পর্বে যাওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবে আগের তিন ম্যাচের অবশ্য মাত্র একটিতে জিতেছে লস ব্লাঙ্কোসরা

বুন্দেসলিগার পারফরম্যান্স হতাশাজনক যে কারণে বিদায় নিতে হয়েছে বায়ার্ন মিউনিখ কোচ নিকো কোভাচকে তবে চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই আধিপত্য ধরে রেখেছে বায়ার্ন গ্রুপ বিতে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে বাভারিয়ান জায়ান্টরা আজ প্রতিপক্ষ অলিম্পিয়াকোস ম্যাচটি জিতলেই পরের পর্বে চলে যাবে বায়ার্ন অবশ্য ড্র করলেও চলবে, যদি নিজেদের ম্যাচে টটেনহামের কাছে রেড স্টার বেলগ্রেড হারে তবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও আছে বায়ার্নের সামনে সেক্ষেত্রে নিজেদের জয়ের পাশাপাশি ড্র হতে হবে অন্য ম্যাচগুলো

আজ জিতলে ম্যানচেস্টার সিটিরও নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাবে অবশ্য নিজেদের জয়ের পাশাপাশি অন্য ম্যাচগুলো ড্র হওয়ার দিকে তাকিয়ে থাকবে তারা সে ক্ষেত্রে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের পর্বে যেতে পারবে ইংলিশ চ্যাম্পিয়নরা আজ গ্রুপ সিতে সিটির প্রতিপক্ষ আটালান্টা গ্রুপের অন্য ম্যাচে ডায়নামো জাগরেভ খেলবে শাখতার দোনেেস্কর বিপক্ষে

গ্রুপ ডিতে জুভেন্টাস অ্যাতলেট

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন