গোলবন্যার রাতে ফেভারিটদের জয়

আধুনিক ফুটবলে গোল নাকি বিরল এক বিষয় নানা নিয়ম প্রযুক্তির ফাঁদে গোল আদায় করাই কঠিন কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে দেখা মিলেছে গোলবন্যার যেখানে ম্যাচে সব মিলিয়ে গোল হয়েছে ৩০টি সবগুলো ম্যাচেই জিতেছে ফেভারিটরা যেখানে প্রথম জয়ের দেখা পেয়েছে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ গ্রুপ তে গ্যালাতাসারের বিপক্ষে লস ব্লাঙ্কোসদের জয়ে একমাত্র গোলটি এডেন হ্যাজার্ডের একই গ্রুপে গোল উৎসবে মেতেছে দারুণ ছন্দে থাকা প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক মাউরো ইকার্দির জোড়া গোলে ক্লাব ব্রুগেকে - গোলে বিধ্বস্ত করে প্যারিস জায়ান্টরা

ইস্তাম্বুলে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে রিয়াল বল দখলে স্বাগতিকদের চেয়ে পিছিয়ে থাকলেও আক্রমণে সুযোগ তৈরিতে আধিপত্য বিস্তার করেছে জিদানের দল উপর্যুপরি আক্রমণের মুখেই অবশ্য হ্যাজার্ডের দারুণ এক কাটব্যাকে লক্ষ্যভেদ করে দলকে লিড এনে দেন টনি ক্রুস এর আগে অবশ্য রিয়ালের আক্রমণাত্মক ফুটবলের পসরাই দেখা গেছে ম্যাচে কিন্তু বারবার গ্যালাতাসারের ডিফেন্স কাঁপিয়েও গোল আদায় করতে পারছিল না হ্যাজার্ডের শট পোস্টে লেগে ফিরে আসায় গোলবঞ্চিত হতে হয় রিয়ালকে অন্যদিকে কাউন্টার অ্যাটাকে স্বাগতিকরাও চেষ্টা করেছে রিয়ালকে বিপদে ফেলতে কিন্তু কাঙ্ক্ষিত গোলটি আর আদায় করতে পারেনি তারা রিয়াল মাঠ ছাড়ে গ্রুপ পর্বে নিজেদের প্রথম জয় নিয়ে

ক্লাব ব্রুগেকে গোলবন্যায় ভাসিয়ে নকআউট পর্বে এক পা দিয়েই রাখল পিএসজি হ্যাটট্রিক করে নায়ক হয়েছেন এমবাপ্পে ম্যাচের ৬১, ৭৯ ৮৩ মিনিটে আসে গোল তিনটি আর মিনিটে গোলের খাতা খোলা ইকার্দি দ্বিতীয় গোল করেন ম্যাচের ৬৩ মিনিটে

");

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন