যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বে শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ

অ্যাথলেটিকসের বিশ্বকাপখ্যাত বিশ্ব চ্যাম্পিয়নশিপে রোববার শেষ দিন তিন স্বর্ণ জিতে শ্রেষ্ঠত্ব ধরে রাখল যুক্তরাষ্ট্র এদিন যুক্তরাষ্ট্র স্বর্ণ জয় করে মেয়েদের ১০০ মিটার হার্ডলস এবং পুরুষ নারী গুণিতক ৪০০ মিটার রিলে থেকে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের কোনো দেশে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সব মিলিয়ে ১৪টি স্বর্ণসহ ২৯টি পদক নিয়ে টেবিলের শীর্ষে যুক্তরাষ্ট্রে পাঁচটি স্বর্ণসহ ১১টি পদক জিতে দুয়ে আফ্রিকান দেশ কেনিয়া ৩টি স্বর্ণসহ ১২টি পদক নিয়ে তিনে উসাইন বোল্টদের দেশ জ্যামাইকা

স্প্রিন্ট হার্ডলার নিয়া আলি শেষ দিন আলো কাড়েন মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ১২ দশমিক ৩৪ সেকেন্ড সময় নিয়ে তিনি স্বর্ণ জয় করেন নিয়া হতাশ করেন বিশ্বরেকর্ডধারী কেনি হ্যারিসনকে জয় শেষে দুই সন্তানকে কোলে নিয়েই দর্শক অভিবাদনের জবাব দেন অ্যাথলিট ইভেন্টে হ্যারিসন রৌপ্য জ্যামাইকার ডেনিয়েলে উইলিয়ামস ব্রোঞ্জ জিতেছেন

এদিন যুক্তরাষ্ট্রকে আরো দুটি স্বর্ণ এনে দেয় নারী পুরুষ রিলে দল নারী দলের অন্যতম সদস্য দালিলাহ মুহাম্মদ, যিনি ৪০০ মিটার হার্ডলসে রেকর্ড টাইমিংয়ে স্বর্ণ জয় করেন তৃতীয় ল্যাপে ঝড়ের গতিতে দৌড় শেষ করে যুক্তরাষ্ট্রকে মিনিট ১৮ দশমিক ৯২ সেকেন্ড টাইমিংয়ে জয় পেতে সাহায্য করেন দালিলাহ যুক্তরাষ্ট্র নারী রিলে দল জেতায় স্বর্ণ বেড়েছে অ্যালিসন ফেলিক্সেরও তিনি ফাইনালে না দৌড়ালেও হিটে অংশ নেয়ার কারণে স্বর্ণ যোগ হবে নামের পাশে সব মিলিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তার নামের পাশে জ্বলজ্বল করছে রেকর্ড ১৩টি স্বর্ণ

পরশু রাতে যুক্তরাষ্ট্র পুরুষ রিলে দল মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড টাইমিং করে স্বর্ণ জয় করে এদিন অনবদ্য পারফরম্যান্সে পুরুষদের হাজার ৫০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন কেনিয়ার টিমোথি চিরুইত প্রথম ল্যাপ থেকেই লিড নেয়া রানার আর কখনই পেছনে পড়েননি তিনি সময় নেন মিনিট ২৯ দশমিক ২৬ সেকেন্ড আলজেরিয়ার তৌফিক মাখলুফি রৌপ্য পোল্যান্ডের মারকিন লেভানডভস্কি ব্রোঞ্জ পান পুরুষদের ১০ হাজার মিটারে স্বর্ণ জিতেছেন উগান্ডার জসুয়া চেপতেগি

মেয়েদের লংজাম্পে স্বর্ণ জিতেছেন জার্মানির মালাইকা মিহাম্বো পুরুষ বর্ষা নিক্ষেপে স্বর্ণ জয় করেন গ্রেনাডার ২১ বছর বয়সী অ্যান্ডারসন পিটার্স এটা গ্রেনাডার ইতিহাসে দ্বিতীয় স্বর্ণ ৪০০ মিটারের সাবেক অলিম্পিক বিশ্ব চ্যাম্পিয়ন কিরানি জেমস গ্রেনাডার অন্য স্বর্ণজয়ী অ্যাথলিট তার স্কোর ৮৬ দশমিক ৮৯

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন