জাপানে উবার ইটসের ডেলিভারি স্টাফদের শ্রমিক ইউনিয়ন

জাপানে শ্রমিক ইউনিয়ন গঠনের ঘোষণা দিয়েছেন রাইডশেয়ারিং কোম্পানি উবারের খাবার সরবরাহকারী ইউনিটের কর্মীরা বৃহস্পতিবার ওই ইউনিয়ন গঠনের মাধ্যমে তারা চুক্তির শর্ত এবং উন্নত কাজের পরিবেশ নিয়ে আলোচনা দরকষাকষি করতে পারবেন

উবার তার প্রতিপক্ষ রাইডশেয়ারিং কোম্পানি লিফটের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা প্লাটফর্মার হিসেবে পরিচিত তাদের চুক্তিভিত্তিক কর্মীদের দুর্ঘটনায় বীমা অন্যান্য সুবিধা দিচ্ছে না, যা নিয়মিত কর্মীরা পাচ্ছেন

শ্রমিক ইউনিয়ন গঠনের পর সংস্থাটির সভাপতি তোমিও মায়েবা (২৯) বলেন, আমরা আলোচনার মাধ্যমে উবার ইটসের ফুড ডেলিভারি কর্মীদের কাজের পরিবেশ উন্নত করতে চাই

১৭ জন প্লাটফর্মারের মাধ্যমে গঠিত শ্রমিক ইউনিয়নটি জাপান উবারকে অনুরোধ করবে যেন ডেলিভারি রাইডারদের ন্যায্য সুবিধা নিশ্চিত হয় এবং দূরত্বভিত্তিক মজুরি কীভাবে নির্ধারণ হবে, তা পুনর্মূল্যায়ন করে

জাপানে প্রায় ১৫ হাজার উবার ইটস প্লাটফর্মার রয়েছে, যারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার এবং পানীয় বাইসাইকেল মোটরসাইকেলে করে গ্রাহকের কাছে পৌঁছে দেয়  সূত্র: জাপান টুডে

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন