মায়াঙ্কের ডাবলের পর বিপদে প্রোটিয়ারা

বিশাখাপত্মমে দ্বিতীয় দিনও রাজত্ব করেছে ভারত মায়াঙ্ক আগারওয়াল রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ের পর এদিন বল হাতেও দারুণ নৈপুণ্য দেখায় ভারতীয় স্পিনাররা ভারতের ৫০২ রানের পাহাড় তাড়া করতে নেমে ৩৯ রান তুলতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা সফরকারীরা এখনো ৪৬৩ রানে পিছিয়ে জবাব দিতে নেমে শেষ বিকালে শুরু থেকেই চাপে ছিল প্রোটিয়ারা এইডেন মার্করামকে () ফিরিয়ে ভারতকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রবিচন্দ্র অশ্বিন দক্ষিণ আফ্রিকার দলীয় ৩১ রানে আবারো দারুণ এক ডেলিভারিতে থিউনিস ডি ব্রুইনকে () ফেরান তিনি কোনো রান না করেই রবীন্দ্র জাদেজার বলে বোল্ড ডেন পিয়েত দিন শেষে অপরাজিত ডিন এলগার (২৭) তেম্বা বাভুমা () রানে

এর আগে প্রথম দিন যেখানে থেমেছিলেন, সেখান থেকেই দ্বিতীয় দিন শুরু করেন দুই ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল রোহিত শর্মা দুজন অবিচ্ছিন্ন থেকে দলকে নিয়ে যান ৩১৭ রানে দ্বিশতকের সম্ভাবনা জাগিয়ে ফিরে যান রোহিত তিনি করেন ১৭৬ রান ২৩ চার ছক্কায় তার ইনিংসটি সাজানো ছিল এরপর বাকি ব্যাটসম্যানরা সেভাবে থিতু হতে না পারলেও ঠিকই ডাবল পূরণ করে নেন মায়াঙ্ক ২১৫ রানে থামেন তিনি তার ইনিংসটিও সাজানো ছিল ২৩টি চার ৬টি ছয়ে অধিনায়ক কোহলি করেন ২০ রান উইকেট নেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ ক্রিকইনফো

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন