শরতের বজ্রপাতে তিন জেলায় নয়জনের মৃত্যু

বণিক বার্তা ডেস্ক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

বজ্রপাত সাধারণত বেশি হয় বর্ষাকালে। তবে এবার শরৎকালেও  বজ্রপাতের ঘটনা ঘটছে। এরইমধ্যে গতকাল তিন জেলায় তিন জেলায় নয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। এর মধ্যে সিলেটে ছয়জন, সিরাজগঞ্জে দুজন সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। গতকাল দিনের বিভিন্ন সময় ভারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের এসব ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫) মাঠে কাজ করছিলেন। সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। একইভাবে নিজ বাড়ির সামনে বজ্রপাতে মারা যায় আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) দক্ষিণ সুরমা থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। সময় তিনি বজ্রসহ বৃষ্টি চলাকালে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন।

কানাইঘাটে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে স্থানে দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কানাইঘাট পৌরসভার উত্তর দলইমাটি গ্রামের তোতা মিয়ার ছেলে নূর উদ্দিন (৬০) এবং উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেউটি হাওর গ্রামের জমশেদ আলীর ছেলে কালা মিয়া (৩০)

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। বিকালে নূর উদ্দিনসহ কয়েকজন মাঠে মাছ ধরতে যান। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান নূর উদ্দিন। সময় তার সঙ্গে থাকা আরো চারজন আহত হন। একই দিন বিকালে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে মারা যান কালা মিয়া।

এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে বজ্রপাতে নেজামুল হক (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টায় নিজের খামার থেকে হাঁস নিয়ে পাশের হাওরে যাওয়ার পথে বজ্রপাতের কবলে পড়েন তিনি। একই দিনে গোয়াইনঘাটের ভিত্রিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭) বজ্রপাতে মারা যান।

এদিকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সিরাজপুর চরপাড়া গ্রামের কৃষক দ্বীন ইসলাম (৫৫) বজ্রাঘাতে মারা যান। স্থানীয় ইউপি সদস্য মো. কালাম হোসেন বলেন, ‘বৃষ্টির সময় সবজি খেতে লাকড়ি আনতে গিয়েছিলেন কৃষক দ্বীন ইসলাম। সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ করে ফেরার পথে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নাগরৌহা গ্রামের মো. আশরাফ আলী (৪০) রুহুল আমিন (২৮)

স্থানীয়রা জানান, আশরাফ রুহুল আমিন কৃষি শ্রমিক। বিকালে তারা মাঠে কাজ করতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুজনই মারা যান। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ মোহাম্মদ আবুল হাসানাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন