জো বাইডেন-ড. ইউনূস বৈঠক হবে নিউইয়র্কে

নিজস্ব প্রতিবেদক

ছবি কোলাজ: বণিক বার্তা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করতে যাচ্ছেন। 

গত তিন দশকে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে এমন বৈঠক হয়নি।

সব ঠিক থাকলে নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুজন নেতা বৈঠকে বসবেন। অন্তর্বর্তী সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

ঢাকা ও নিউইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রমতে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জো বাইডেন-ড. ইউনূস বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে ড. ইউনূস ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন