শ্রমিক আন্দোলনে বিদেশী শক্তির ইন্ধন রয়েছে: শ্রম সচিব

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা

পোশাক শ্রমিকদের আন্দোলনে বিদেশী শক্তির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। গতকাল ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্কে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে শ্রম অধিকার ও পোশাক খাতে অস্থিরতা নিয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিতর্ক শেষে প্রধান অতিথি এএইচএম সফিকুজ্জামান বলেন, ‘রফতানির (গার্মেন্টস পণ্য) ক্ষেত্রে আমরা এখন দ্বিতীয় বৃহত্তম। আমাদের লক্ষ্য হলো আমরা প্রথম স্থান অধিকার করব। এ জায়গায় তো রাজনীতি থাকবে। ভিয়েতনাম, কম্বোডিয়া ও আশপাশের দেশগুলো যারা আমাদের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছে, তারা তো আমাদের খুব সহজেই উৎপাদন ব্যবস্থা চালিয়ে যেতে দেবে না। এখানে (শ্রমিক আন্দোলনে) কিন্তু বাইরের ইন্ধন আছে। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনও তাই বলে। এটা আমাদের চিহ্নিত করতে হবে। বিশ্বব্যাংক, আইএমএফ, আইডিবি, ইউরোপীয় ইউনিয়ন—সবাই এখানে আসতে চাচ্ছে। এ মুহূর্তে আমাদের পেছনের শত্রু যারা আছে, তারা অস্থিরতা তৈরি করে রাখবে।’

বিদেশী শক্তির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের দেশের অর্থনীতি তিনটি খাতের ওপর নির্ভর করে দাঁড়িয়ে আছে। রেমিট্যান্স, কৃষি ও পোশাক রফতানি। এ সরকার এসে সার ক্রয়সংক্রান্ত সবকিছুর অনুমতি দিয়েছে। রেমিট্যান্সের প্রভাব অনেক ভালো হয়েছে। একটা জায়গায়ই আমাদের চ্যালেঞ্জ। অর্থনীতি পতনের যদি একটা কারণ থাকে, সেটা পোশাক শিল্প। গার্মেন্টস শ্রমিক দিয়ে তারা (বিদেশী শক্তি) সে পাঁয়তারা করার চেষ্টা করছিল। এটা আপাতত দমন করা গেছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।’

ছায়া সংসদে ‘‌শ্রমের অধিকার অপেক্ষা রাজনৈতিক স্বার্থই পোশাক খাতে অস্থিরতা তৈরি করছে’—এমন প্রস্তাবের পক্ষে প্রাইম বিশ্ববিদ্যালয় ও বিপক্ষে তেজগাঁও কলেজের বিতার্কিকরা বিতর্ক করেন। এতে তেজগাঁও কলেজ বিজয়ী হয়।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন