অনুপ্রবেশকারী বাংলাদেশীদের উল্টো ঝুলিয়ে শায়েস্তা করব —অমিত শাহ

বণিক বার্তা ডেস্ক

ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে। শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক সমাবেশে তিনি এ হুমকি দেন। খবর টেলিগ্রাফ ইন্ডিয়া।

‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সাহেবগঞ্জ জেলায় এ সমাবেশ আয়োজন করা হয়। অমিত শাহ বলেন, ‘এ কর্মসূচির (পরিবর্তন যাত্রা) মাধ্যমে আমরা কী পরিবর্তন ঘটাতে চাই? আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পরিবর্তনের কথা বলছি না। এমনকি বিজেপিকে ক্ষমতায় আনার কথাও বলছি না। আমরা এমন পরিবর্তনের কথা বলছি, যার মাধ্যমে এ রাজ্যের দুর্নীতিগ্রস্ত সরকারকে সরানো যাবে। আমরা এখানে এমন সরকার চাই, যারা দুর্নীতি মোকাবেলা করতে পারবে।’

অমিত শাহ বলেন, ‘ঝাড়খণ্ডে বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনের জন্য আমি আপনাদের সবার কাছে আর্জি জানাচ্ছি। আমরা ঝাড়খণ্ডে অনুপ্রবেশকারী প্রত্যেক বাংলাদেশীকে উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করব।’ 

সাঁওতাল পরগনার ভোগনাদি এলাকায় এ সমাবেশ আয়োজন করা হয়। এলাকাটি সাঁওতাল বিদ্রোহের দুই অন্যতম নেতা সিধু মুরমু ও কানু মুরমুর জন্মস্থান হিসেবেও পরিচিত। গত লোকসভা নির্বাচনের আগেও এ রাজ্যে স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য দেয়া এবং বাংলাদেশীদের অনুপ্রবেশ ঠেকানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার বিধানসভার নির্বাচন সামনে রেখেও একই প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ। আগামী নভেম্বরে সেখানে ভোট হওয়ার কথা রয়েছে। বর্তমানে সেখানে ক্ষমতায় রয়েছে হেমন্ত সরেন নেতৃত্বাধীন জোট সরকার। 

অমিত শাহ বলেন, ‘এ ভূমি এখানকার স্থানীয় জনগোষ্ঠীর। কিন্তু এখানে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। আদিবাসীর সংখ্যা ৪৪ শতাংশ থেকে কমে ২৮ শতাংশে দাঁড়িয়েছে। অনুপ্রবেশকারীরা ভোট ব্যাংক হওয়ার পর থেকেই জেএমএম, কংগ্রেস ও আরজেডি এখানকার আদিবাসীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের স্বার্থে কাজ করছে।’

অমিত শাহ আরো বলেন, ‘বাংলাদেশী অনুপ্রবেশকারীদের বিষয়ে খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়ায় আমি ঝাড়খণ্ড হাইকোর্টকে ধন্যবাদ জানাতে চাই। এ কমিটিকে সহায়তার লক্ষ্যে কেন্দ্র সরকারও অবিলম্বে একটি কমিটি গঠন করবে।’

হেমন্ত সরেন নেতৃত্বাধীন জোট সরকারের তীব্র সমালোচনা করেন অমিত শাহ। তিনি জোট সরকারকে ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলেও মন্তব্য করেন। অমিত শাহ বলেন, ‘হেমন্ত সরেন নেতৃত্বাধীন সরকার দুর্নীতি ছাড়া আর কিছুই করছে না। এ সরকার ভারতের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।’

সম্প্রতি রাজ্যসভার কংগ্রেস দলীয় সদস্য ধীরাজ সাহুর বাসভবনে ৩৫০ কোটি রুপির সন্ধান পাওয়া যায়। এ বিষয়ে তিনি সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, ‘আপনার জীবনে ৩৫০ কোটি রুপি দেখেছেন? এটা কিন্তু কোনো মদের টাকা নয়, এটা এ রাজ্যের দরিদ্র জনগণের টাকা।’

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন