প্রথমার্ধ-২০২৪

শীর্ষ কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে ৪২ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

ছবি : বণিক বার্তা ( ফাইল ছবি)

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা ১০ কোম্পানির প্রথমার্ধে (জানুয়ারি-জুন) বাজার মূলধন ৪২ হাজার ২২১ কোটি টাকা কমেছে। পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি বছরের প্রথমার্ধে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সাত কোম্পানির বাজার মূলধন কমেছে, বেড়েছে দুটির এবং অপরিবর্তিত ছিল একটি কোম্পানির বাজার মূলধন।

বাজার মূলধনের দিক থেকে শীর্ষে থাকা গ্রামীণফোনের প্রথমার্ধে বাজার মূলধন কমেছে হাজার ২৫৩ কোটি টাকা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৪৭ কোটি টাকায়। গত বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ৩৮ হাজার ৭০০ কোটি টাকা।

আলোচ্য সময়ের দ্বিতীয় অবস্থানে থাকা ওয়ালটন হাই-টেক পার্ক ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন কমেছে ১২ হাজার ৬৬ কোটি টাকা। গত জুন শেষে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭২ কোটি টাকা। গত বছর শেষে যা ছিল ৩১ হাজার ৭৩৮ কোটি টাকা।

প্রথমার্ধে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৩১ কোটি টাকা। গত বছর শেষে যা ছিল ২৮ হাজার ১০ কোটি টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে রবি আজিয়াটার বাজার মূলধন কমে দাঁড়িয়েছে ১২ হাজার ২০৪ কোটি টাকা। গত বছর শেষে কোম্পানিটির বাজার মূলধন ছিল ১৫ হাজার ৭১৪ কোটি টাকা।

বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (ইউপিজিডিসিএল) প্রথমার্ধে বাজার মূলধন কমে দাঁড়িয়েছে হাজার ৩০১ কোটি টাকায়। যেখানে গত বছর শেষে বাজার মূলধন ছিল ১৩ হাজার ৫৪৮ কোটি টাকা। প্রথমার্ধে লাফার্জহোলসিমেরও বাজার মূলধন কমেছে। কোম্পানিটির বাজার মূলধন ৮১৩ কোটি টাকা কমে দাঁড়িয়েছে হাজার ২৩৫ কোটি টাকা।

প্রথমার্ধে বাজার মূলধন বেড়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বার্জার পেইন্টসের। গত মাস শেষে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বাজার মূলধন দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৯৫ কোটি টাকা, যেখানে গত বছর শেষে বাজার মূলধন ছিল ১৮ হাজার ৬৪২ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির বাজার মূলধন বেড়েছে ৫৩ কোটি টাকা। প্রথমার্ধে বার্জার পেইন্টসের বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে হাজার ৫৫৫ কোটি টাকা, গত বছর শেষে যা ছিল হাজার ২২৭ কোটি টাকা। এছাড়া প্রথমার্ধে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির বাজার মূলধন অপরিবর্তিত ছিল। কোম্পানিটির বাজার মূলধন রয়েছে ১০ হাজার ৩৮৪ কোটি টাকা।

এদিকে চলতি বছরের প্রথমার্ধে বহুজাতিক কোম্পানিগুলোর বাজার মূলধন কমেছে প্রায় ২০ হাজার কোটি টাকা। অন্যদিকে একই সময়ে ফ্রি ফ্লোট শেয়ারের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানির বাজার মূলধন কমেছে ২২ হাজার ৭০২ কোটি টাকা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন