ম্যাকেঞ্জির প্রতিবেদন

গ্যাসচালিত গাড়িতে ফিরতে চায় ইভি মালিকদের বড় অংশ

বণিক বার্তা ডেস্ক

ইভি খাতের সবচেয়ে বড় কোম্পানি টেসলার একটি গাড়ি ছবি: টেসলা

বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) কেনার কারণে মার্কিন ক্রেতাদের বড় একটি অংশ বিরক্ত। পরবর্তী পরিবহন হিসেবে তারা গ্যাসচালিত গাড়িই কিনতে চান বলে ম্যাকেঞ্জি অ্যান্ড কোম্পানির সাম্প্রতিক জরিপে উঠে এসেছে। খবর ফক্স বিজনেস।

গত মাসে প্রকাশিত ‘মোবিলিটি কনজুমার পালস ফর ২০২৪’ প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ৪৬ শতাংশ ইভি মালিক বলেছেন, পরবর্তী গাড়ি হিসেবে গ্যাসচালিত পরিবহনে ফিরে যেতে পারেন তারা। 

এ বিষয়ে ম্যাকেঞ্জির সেন্টার ফর ফিউচার মোবিলিটির প্রধান ফিলিপ কাম্পশফ বলেন, ‘এমনটা আশা করিনি আমি। ভেবেছিলাম যে একবার যিনি ইভি কিনেছেন, তিনি সবসময় ইভি কিনবেন।’

এ জরিপে বিশ্বব্যাপী প্রায় ৩৭ হাজারের মতো ইভি ব্যবহারকারীর মন্তব্য নিয়েছে ম্যাকেঞ্জি। এর মধ্যে অস্ট্রেলিয়াই একমাত্র দেশ, যেখানে যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি ইভি মালিক পুরনো ধাঁচের ইঞ্জিনে ফিরে যেতে প্রস্তুত। অস্ট্রেলিয়ায় এমন মত দিয়েছে ৪৯ শতাংশের বেশি উত্তরদাতা।

জরিপে অংশ নেয়া অন্যান্য দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও নরওয়ে। গড় ফল অনুযায়ী, সব উত্তরদাতার ২৯ শতাংশই ইভি বাদ দিতে চান। 

গ্যাসচালিত গাড়িতে ফিরতে চাওয়ার সবচেয়ে বড় কারণ হলো চার্জিং পরিকাঠামোর অভাব। এমনটা জানিয়েছেন ৩৫ শতাংশ উত্তরদাতা। দ্বিতীয় সর্বোচ্চ কারণ ভোট পেয়েছে ৩৪ শতাংশ। তাদের মতে, ইভির মালিকানা ধরে রাখতে সামগ্রিক খরচ খুব বেশি। প্রায় ৩২ শতাংশ বলেছেন, দীর্ঘ দূরত্বের ভ্রমণে ইভির ড্রাইভিং প্যাটার্ন তাদের পছন্দ নয়।

তবে চার্জিং প্রাপ্যতা নিয়ে বিশ্বব্যাপী গ্রাহকদের সন্তুষ্টি গত বছরের জরিপের তুলনায় কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছে ম্যাকেঞ্জি। কিন্তু গ্রাহক সন্তুষ্টির জন্য ‘এখনো অনেক দীর্ঘ পথ যেতে হবে’ ইভি নির্মাতাদের।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন