সুইডিশ শহরে এক কাপ কফির দামে মিলছে জমি

ছবি : সিএনএন

ইউরোপে জনবিরল শহরে নামমাত্র দামে বাড়ি বা জমি মিলছে, এটা নতুন কোনো খবর নয়। তবে খবরটি কীভাবে পরিবেশিত হচ্ছে তাও দেখার বিষয় বটে! এই যেমন এক কাপ কফির দামে দক্ষিণ ইউরোপে জমি বিক্রি হচ্ছে। সুইডেনের একটি শহরে মাত্র কয়েক সেন্টের বিনিময়ে প্লট মিলছে। রাজধানী স্টকহোম থেকে ২০০ মাইল দক্ষিণ-পশ্চিমের শহর গোটেন। এখানে প্রতি বর্গমিটার বা ১১ বর্গফুট মাত্র ১ ক্রোনা বা ৯ সেন্টে বিক্রি হচ্ছে। শহরটিতে এ ধরনের ২৯টি প্লট রয়েছে। ভাগ্যবান ক্রেতারা এসব জমিতে বসবাসের জন্য তাদের স্বপ্নের বাড়ি তৈরি করতে পারেন। এমনকি হলিডে হোম হিসেবে ভাড়াও দিতে পারবেন। তাপপ্রবাহ দক্ষিণ ইউরোপকে দিনে দিনে কম আকর্ষণীয় করে তুলছে, তার মাঝে এমন ঘোষণা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অনেকটা গ্রামীণ আবহ বজায় থাকা গোটেন শহরে পাঁচ হাজার বাসিন্দা রয়েছে। তবে পুরো পৌরসভাজুড়ে আছে ১৩ হাজার মানুষ। এলাকাটি প্রাকৃতিকভাবে খুবই মনোরম। গোটেন শহর লেক ভ্যানার্নের তীরে অবস্থিত, এটি শুধু সুইডেনের বৃহত্তম হ্রদ নয়, বরং স্ক্যান্ডিনেভিয়া ও সমগ্র ইউরোপীয় ইউনিয়নে বৃহত্তম হ্রদ। জার্মানি, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডজুড়ে থাকা লেক কনস্ট্যান্সের চেয়ে এর আকার প্রায় ১০ গুণ বড়। এর চেয়ে বড় হ্রদ শুধু রাশিয়ায় দেখা যায়। হাইকারদের জন্য গোটেনের কাছাকাছি কিন্নেকুলে নামের একটি ছোট পর্বতও রয়েছে। এখানে রয়েছে দুটি ইউনেস্কো-রেটেড সাইট। শহরের মেয়র জোহান মানসন জানান, অর্থনৈতিক মন্দা ও গ্রামীণ জনসংখ্যা হ্রাসের কারণে পানির দরে জমি বিক্রির এ উদ্যোগ নেয়া হয়েছে। জনা ত্রিশেক আগ্রহী ক্রেতার জন্য গত মাসে স্কিমটি চালু হয়েছে। এক মধ্যে চারজন প্রতি বর্গমিটার ১ ক্রোনা দরে ​​প্লট কিনেছেন। এসব প্লটের আকার ৭০০ থেকে ১ হাজার ২০০ বর্গমিটার পর্যন্ত। এ অফার বেশ সাড়া জাগিয়েছে। এরই মধ্যে হাজার হাজার ক্রেতার ফোন পেয়েছেন স্থানীয় কর্মীরা। এ নিয়ে নাকি তাদের গলদঘর্ম অবস্থা, জানিয়েছে মেয়র জোহান মানসন। খবর ও ছবি সিএনএন

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন