৪৪ হাজার বছর আগে মারা যাওয়া নেকড়ের ময়নাতদন্ত

ছবি : বণিক বার্তা

রাশিয়ায় প্রায় ৪৪ হাজার বছর আগে মারা যাওয়া একটি নেকড়ের মরদেহের সন্ধান পাওয়া গেছে। পারমাফ্রস্টে হিমায়িত থাকা ওই মরদেহের ময়নাতদন্ত করছেন দেশটির বিজ্ঞানীরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২১ সালে ইয়াকুটিয়ার আবিস্কি জেলার দূর উত্তর-পূর্ব অঞ্চলের বাসিন্দাদের মাধ্যমে মৃতদেহটির সন্ধান পাওয়া যায়। বর্তমানে এটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। ইয়াকুটিয়া একাডেমি অব সায়েন্সেসের ম্যামথ প্রাণী অধ্যয়ন বিভাগের প্রধান অ্যালবার্ট প্রোটোপোপভ বলেন, ‘‌মৃত প্লাইস্টোসিন শিকারির এ আবিষ্কার বিশ্বের প্রথম ঘটনা। নেকড়েটির বয়স প্রায় ৪৪ হাজার বছর এবং এর আগে কখনো এমন আবিষ্কার হয়নি।’ বিবিসি

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন